গ্রেড, পদোন্নতি ও উচ্চতর গ্রেড নিয়ে জটিলতা নিরসনের দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন।
মঙ্গলবার (২৭ মে) সকাল হতে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীয় সংগঠন ঐক্য পরিষদের দেয়া কর্মসূচি অনুযায়ী তাঁদের এই পূর্ণদিবস কর্মবিরতি পালন।
শিক্ষকরা বলছেন, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি দেওয়ার দাবিতে শিক্ষকরা এ আন্দোলন করছেন।
এ বিষয়ে ফুলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ফুলছড়ি উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মিয়া জানান, তাঁদের ৩টি দাবি নিয়ে কেন্দ্রীয় সংগঠন ঐক্য পরিষদ যে কর্মসূচি ঘোষনা করেছেন তার সাথে একাত্মতা প্রকাশ করে আজ ২য় দিনের কর্মবিরতি পালন করছি। এবং এ দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক আব্দুস সবুর, রেজওয়ানা আইয়ুব, শামসুজ্জোহা রন্জু, জাহাঙ্গীর কবির,স্বাধীন, সাজেদুল করিম, শেখ সাদি ও শিপুল প্রমূখ।
মন্তব্য করুন