ঈদের সিনেমাপ্রেমীদের জন্য বড় উপহার নিয়ে আসছেন শাকিব খান। কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত অ্যাকশন-থ্রিলার ‘তাণ্ডব’। টিজার ও পোস্টার প্রকাশের পর থেকেই চলচ্চিত্রটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে শাকিবের সঙ্গে আফরান নিশোর জুটির কথা শোনা গেলেও নির্মাতা রায়হান রাফী এটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তবে তিনি নিশ্চিত করেছেন, ‘তাণ্ডব’-এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। শাকিবের সঙ্গে পর্দায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ভাগ করবেন তিনি। যদিও নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে সিয়ামের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত প্রকাশ করতে চাইছেন না, চমক হিসেবে রাখতে চাইছেন এই আকর্ষণ।
সিনেমাটির গল্প একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যাবে। রায়হান রাফী নিজেই গল্প রচনা করেছেন, আর চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান ও রায়হান রাফী যৌথভাবে। শাকিব খানের পাশাপাশি জয়া আহসান ও সাবিলা নূরের মতো তারকারাও রয়েছেন ছবিটিতে।
‘তাণ্ডব’-এর শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্তমানে কলকাতায় চলছে ডাবিং ও সম্পাদনার শেষ পর্যায়ের কাজ। খুব শিগগিরই সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে সিনেমাটি। ঈদ উপলক্ষে দেশজুড়ে প্রায় ১৫০টি হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এটি হতে যাচ্ছে ঈদের সবচেয়ে বড় বাজেট ও তারকাবহুল চলচ্চিত্র।
গত ঈদে ‘তুফান’ দিয়ে দর্শকদের মাতিয়ে দেওয়া শাকিব-রাফী জুটি এবার ‘তাণ্ডব’ নিয়ে কেমন তোলপাড় সৃষ্টি করে, তা নিয়ে রইলো অপেক্ষা!
মন্তব্য করুন