বঙ্গোপসাগরে আজ একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরে নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে বুধবার এবং বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর অথবা তার কাছাকাছি এলাকায় এ লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, সম্ভাব্য লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলেও এটি থেকে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার আশঙ্কা তুলনামূলকভাবে কম।
দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে খুলনা, বরগুনা ও ভোলা জেলাগুলোর ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়। এতে খুলনা, বরগুনা এবং ভোলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়াও, আবহাওয়ার আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে।
মন্তব্য করুন