দেশীয় ধারাবাহিক নাটকের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ তলানিতে গিয়ে ঠেকেছিল বলা যায়। এরকম পরিস্থিতিতে নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি যেন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন। হারিয়ে যেতে বসা সেই দর্শকদের এনে বসান পর্দার সামনে। দেখান ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটি।
তারুণ্যের উচ্ছ্বাস-উদ্দীপনা আর যাপিত জীবনকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরেন অমি। দর্শক লুফে নিলেন তার সৃষ্টি। এরপর তাদের আগ্রহে ধারাবাহিকটির দ্বিতীয় ও তৃতীয় ও চতুর্থ সিজন নির্মাণ করেন তিনি। প্রতিটি সিজনেই বেড়েছে দর্শক সংখ্যা।
এবার আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ -এর পঞ্চম সিজন। এরইমধ্যে শুরু হয়েছে প্রচারণা। রোজ বিকেল পাঁচটায় ইউটিউবে প্রকাশ পাচ্ছে ধারাবাহিকটির প্রিপারেশন ভিডিও।
এ প্রসঙ্গে ঢাকা মেইলকে অমি বলেন, ‘‘এগুলো ‘ব্যাচেলর পয়েন্ট’ -এর প্রচারণামূলক ভিডিও। প্রচার অনেকভাবেই করা যায় তবে আমরা এভাবে চেয়েছি। যে সেট দেখছেন এটা ‘ব্যাচেলর পয়েন্ট’ -এর। এটা আন্ডারকন্সট্রাকশন। খেয়াল করলে দেখবেন কেউ মেকআপ নিচ্ছেন, কেউ শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ -৫ -এর হুক পয়েন্টগুলো দিয়ে সাজিয়েছি প্রমোশনাল ভিডিওগুলো। প্রতিদিন বিকেল ৫টায় প্রিপারেশন ভিডিও নামে প্রকাশ করছি।
নাটকটির অপেক্ষায় মুখিয়ে থাকা দর্শকরা প্রিপারেশন ভিডিওগুলো লুফে নিচ্ছেন। এরইমধ্যে কয়েকটি ভিডিওতে দর্শকসংখ্যা মিলিয়নের ঘর ছাড়িয়েছে এবং বাকিগুলোর আধিকাংশ মিলিয়ন ছুঁই ছুঁই।
প্রিপারেশন ভিডিওগুলোর এই দর্শকপ্রিয়তা নিয়ে অমি বলেন, ‘‘রোজ এক মিলিয়ন দর্শক দেখছেন। এটা নিঃসন্দেহে আনন্দের। সেইসঙ্গে চাপেরও। কেননা এখানে তুলনা করার সুযোগ আছে। আমি যদি অন্য কোনো নাটক, ওয়েব ফিল্ম বানাই সেক্ষেত্রে তুলনা করার কিছু নেই। কিন্তু ‘ব্যাচেলর পয়েন্ট’নিয়ে তুলনার সুযোগ আছে।’’
কারণ ব্যাখ্যা করে নির্মাতা বলেন, ‘‘২০১৭ সালে ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাণ করি। ২০১৮ সাল থেকে প্রচার হয়। এ পর্যন্ত চারটি সিজন হয়েছে। প্রত্যেকটি লুফে নিয়েছেন দর্শক। ফলে ‘ব্যাচেলর পয়েন্ট’নিয়ে কিছু করলে তুলনা করার প্রচুর সুযোগ থাকে এবং প্রত্যেক সিজনের সঙ্গে তুলনা করা হয়। সেকারণে এটা নিয়ে কিছু করতে গেলে অনেক ভাবনা চিন্তা করে এবং সময় নিয়ে করি।’’
কোরবানি ঈদ সন্নিকটে। ঈদের আগে কি ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে কোনো চমক থাকছে কি না— জানতে চাইলে অমি বলেন, ‘‘এটা আমাদের বড় ঈদ। এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ও আসছে বড় পরিসরে। ওই জায়গা থেকে বড় ঈদের আগে বড় করে একটি ঘোষণা আসবে ‘ব্যাচেলর পয়েন্ট’৫ নিয়ে। তবে সেটা এখনই বলতে চাইছি না।’’
‘ব্যাচেলর পয়েন্ট’-এর আগের সিজনগুলোতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা প্রমুখ।
মন্তব্য করুন