‘যেতে নাহি দিব। হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।’ -স্পেনের রাজধানী মাদ্রিদ শহরে বসে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের লাইনটা শোনেননি কার্লো আনচেলত্তি, লুকা মদ্রিচ এবং লস ব্লাঙ্কোসের সমর্থকরা, সেটা জানা কথা। তবে সাড়ে ৫ হাজার মাইল দূরে লাল-সবুজের দেশ থেকে শনিবার রাতে রিয়াল মাদ্রিদ এবং রিয়াল সোসিয়েদাদের ম্যাচে যারা চোখ রেখেছেন, তাদের মনে একবার হলেও উঁকি দিয়েছে রবীন্দ্রনাথের কালজয়ী লাইনটি।
যে বার্নাব্যুতে সমর্থকদের মুখে বহুবার হাসি ফুটিয়েছিলেন মদ্রিচ, আনচেলত্তি ও লুকাস ভাসকেজ। নিজেদের নাম তুলেছেন কিংবদন্তির কাতারে। পৃথিবীর চিরন্তন সত্য মেনে তাদের ছেড়ে যাওয়ার দিনে নিজে অশ্রুশিক্ত হওয়ার পাশাপাশি হাজারো সমর্থককে ভাসিয়েছেন বিদায়ের আবেগে। এমন দিনে সবাইকে কাঁদতে না করেছেন এই ক্রোয়েশিয়ান কিংবদন্তি। বলেন, ‘শেষ হয়ে গেছে বলে কেঁদো না, হাসো কারণ এটা ঘটার ছিল। হালা মাদ্রিদ।’
১৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে রিয়ালের হয়ে মোট ৫৯১ ম্যাচ খেলেছেন মদ্রিচ। স্প্যানিশ জায়ান্টদের হয়ে ছয়টি চ্যাম্পিয়নস লিগ ও চারটি লা লিগাসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন তিনি। জানিয়েছেন, এমন মুহূর্ত আসুক আমি চাইনি। তবে তা এসে গেছে।’ রিয়ালের দীর্ঘ পথচলা নিয়ে তিনি আরও বলেন, ‘এটা একটা দীর্ঘ এবং অসাধারণ যাত্রা ছিল। প্রথমেই আমি ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ধন্যবাদ জানাতে চাই। এত বছর ধরে আমার সঙ্গে থাকা সব কোচ, এই যাত্রায় আমার সঙ্গে থাকা আমার সতীর্থ এবং এত সময় ধরে আমাকে সাহায্য করা সবাইকে ধন্যবাদ জানাতে চাই। হৃদয়ের অন্তস্থল থেকে আপনাদের অনেক ধন্যবাদ।’
অন্যদিকে নিজের বিদায় বেলায়ও মদ্রিচের চোখে পানি দেখে নিজেকে সামলিয়ে রাখতে পারেননি আনচেলত্তি নিজেও। প্রিয় শিষ্যকে জড়িয়ে ধরে সান্তনা দেন বিদায়ের আলিঙ্গনে। তার চোখও তখন অশ্রুতে টলমল। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ থেকে টনি ক্রুস, এমবাপ্পে, ভিনিসিয়ুস কিংবা এন্ট্রিক-কেউ ধরে রাখতে পারেননি চোখে পানি। যদিও আজ ব্রাজিলের দায়িত্ব বুঝে নিবেন কার্লো আনচেলত্তি।
লস ব্লাঙ্কোদের নিজে সর্বোচ্চ শিরোপা জেতা কোচের কৃতিত্ব অর্জনের পর নতুন তল্লাটে, নতুন মিশনে নামবেন এই ইতালিয়ান কোচ। এখন দেখার বিষয়-কার্লো আনচেলত্তির ধরে দুই দশকের বিশ্বকাপ শিরোপা কাটাতে পারে কি না। অন্যদিকে গতকাল দলের নতুন কোচ জাবি আলোসনোকে নিয়ে বিবৃতি প্রকাশ করে রিয়াল মাদ্রিদ। বিবৃতিতে বলা হয়, তিন বছরের চুক্তিতে বার্নাব্যুতে যোগ দিচ্ছেন এই স্প্যানিশ। আগামী মাসে যুক্তরাষ্ট্রে বসতে যাওয়া ক্লাব বিশ্বকাপ দিয়ে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিবেন ৪৩ বছর বয়সী মাস্টারমাইন্ড।
মন্তব্য করুন