সমালোচনায় জর্জরিত বাংলাদেশ টি-টোয়েন্টি দলের শেষ গ্রুপ সদস্যরা পাকিস্তানে পৌঁছেছেন। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারের পর দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব বিভাগেই দুর্বলতা চোখে পড়ায় ক্রিকেটারদের পাকিস্তান সফর নিয়ে অনাগ্রহ দেখা দেয়। এ অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মূলত পাঁচ ম্যাচের সিরিজ তিন ম্যাচে কমিয়ে আনে।
দলটি তিন গ্রুপে বিভক্ত হয়ে দুবাই থেকে লাহোর গেছে। প্রথম গ্রুপে তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভির ইসলাম ও পারভেজ হোসেন ইমনসহ সাপোর্ট স্টাফের ছয় সদস্য শনিবার রাতে লাহোর পৌঁছান। রোববার আরও দুই গ্রুপে লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, ফিল সিমন্স (পরামর্শক) ও বাকি সদস্যরা পাকিস্তানে আসেন।
এদিকে, মুস্তাফিজুর রহমানের ইনজুরির জায়গায় খালেদ আহমেদ সরাসরি পাকিস্তানের ফ্লাইটে যোগ দেন। রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ ইতিমধ্যে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলায় ব্যস্ত ছিলেন। তারা দলের অন্য সদস্যদের চেয়ে লাহোরের পিচ ও আবহাওয়া সম্পর্কে ভালো ধারণা রাখবেন বলে আশা করা হচ্ছে।
পিএসএল ফাইনালের কারণে রোববার বাংলাদেশ দলের অনুশীলন বাতিল করা হয়। তবে সোম ও মঙ্গলবার রাত সাড়ে আটটায় (স্থানীয় সময়) অনুশীলনের পরিকল্পনা করা হয়েছে। লাহোরে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় দুই দলই সন্ধ্যার পর প্রশিক্ষণ নেবে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।
মন্তব্য করুন