RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

ইসরোর নতুন মহাকাশ অভিযান ব্যর্থ মাঝপথেই ধ্বংস করা হলো রকেট

ছবি : সংগৃহীত

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন অভিযান মাঝপথে ব্যর্থ হয়েছে। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) পাঠানোর জন্য ইসরোর রকেট রওনা দিয়েছিল।

কিন্তু মাঝপথে গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো যায়নি। যান্ত্রিক গোলযোগের কারণে অভিযান মাঝপথে বাতিল করতে বাধ্য হয়েছেন ভারতের এই মহাকাশ সংস্থার কর্মকর্তারা।

এদিকে মিশনের ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে রকেটটি। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

সংবাদমাধ্যমটি বলছে, রোববার স্থানীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ইওএস-০৯ নিয়ে রওনা দেয় পিএসএলভি-সি৬১ মহাকাশযান।

উৎক্ষেপণ সফল হয়েছিল। কিন্তু মিশনের তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। ফলে তা বাতিল করে দিতে বাধ্য হয় কর্মকর্তারা।

এদিকে ইসরোর পক্ষ থেকে এই অভিযানের উৎক্ষেপণের সময় থেকে পুরো মিশনটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল।

অভিযান ব্যর্থ হয়েছে বলে সেখানেই স্বীকার করে নেন সংস্থার প্রধান ভি নারায়ণান। পরে ইসরো সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানায়, শনিবার ১০১তম মিশন শুরু করা হয়েছিল। পিএসএলভি-সি৬১ দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল। কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণের কারণে এই মিশন শেষ করা গেল না।

সংবাদমাধ্যম বলছে, ইসরোর ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহটির ওজন ১ হাজার ৬৯৬ কেজি। ৫২৪ কিলোমিটারের কক্ষপথে (সান-সিংক্রোনাস পোলার অরবিট) এই কৃত্রিম উপগ্রহটিকে নামানোর কথা ছিল

কিন্তু অভিযানের তৃতীয় ধাপে যে মোটরটি ব্যবহার করা হয়, ২০৩ সেকেন্ডের মাথায় সেটিতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে।

২০১৭ সাল থেকে পিএসএলভি রকেটের মাধ্যমে বিভিন্ন অভিযানের উৎক্ষেপণ করে আসছে ইসরো। এখনও পর্যন্ত এই রকেট ৬৩টি উৎক্ষেপণে ব্যবহার করা হয়েছে।

তার মধ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তিনটি মিশন। কী কারণে এই গোলযোগ ঘটল, তা খতিয়ে দেখছেন ইসরোর ইঞ্জিনিয়ারেরা। ইতোমধ্যে একটি ব্যর্থতা বিশ্লেষণ কমিটিও গঠন করা হয়েছে।

এদিকে মিশনের ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে রকেটটি। সেটির ধ্বংসাবশেষ পৃথিবীতেই এসে পড়বে।

তবে তা থেকে যাতে কোনও বিপদ না-ঘটে, ইসরো তা নিশ্চিত করছে বলেও সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ফুটবল দলের সাফল্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না

ভ্যাকসিন নেওয়ার পর রক্তচাপ কমে হার্টবিট বেড়ে যায়, শেফালীর মতোই ভয়াবহ অভিজ্ঞতা শ্রুতিকার

ফ্যাসিস্ট শাসনের পতন ঘটলেও সেই ফ্যাসিস্ট কাঠামো এখনো টিকে আছে- কুড়িগ্রামে নাহিদ ইসলাম

৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

১২ কেজি এলপিজির দাম কমলো

কুসালকে ফিরিয়ে জুটি ভাঙলেন তানভীর

আশুরায় রোজা রাখতে না পারলে যে আমল করবেন

বেলিংহাম ভাইদের মুখোমুখি লড়াই হবে না ক্লাব বিশ্বকাপে

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ড্র: কে কার মুখোমুখি?

১০

২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১০৯ ফিলিস্তিনি নিহত

১১

রাজনৈতিক কারণেই বাংলাদেশ সফরে আসছে না ভারত

১২

রাজনীতিতে যোগ দেবেন কি না, জানালেন প্রেস সচিব

১৩

জুভেন্টাসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রিয়াল

১৪

রংপুর-৪ আসনে আখতার হোসেনকে এনসিপির প্রার্থী ঘোষণা

১৫

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি নাহিদ ইসলামের

১৬

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

১৭

আজীবন সৌদি আরবে থাকতে চান রোনালদো

১৮

জুনের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৭০ কোটি ডলার

১৯

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু

২০