কুড়িগ্রামের ফুলবাডীতে বিশেষ অভিযান পরিচালনা করে ১২০ বোতল ভারতীয় মাদকদ্রব্য স্কাপসহ ফারুক হোসেন ফাহিম নামের এক মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
আটককৃত মাদক কারবারি উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে বিশেষ অভিযান চালিয়ে ব্যাটারিচালিত মিশুঅটো রিকশাতে বিশেষ কায়দায় তৈরি বক্সের ভিতর হতে ১২০ ( একশত বিশ) বোতল ভারতীয় মাদকদ্রব্য স্কাফ ও মিশুঅটোসহ চালক মাদক কারবারি ফারুক হোসেন ফাহিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শরিফুল ইসলাম জানান, “কুড়িগ্রাম পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে বিশেষ অভিযান পরিচালনা করে ১২০ বোতল স্কাপসহ ওই মাদক কারবারিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেয়া হয়েছে।“
মন্তব্য করুন