RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৫, ৩:৪৬ অপরাহ্ন

সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৩০০ বিলিয়ন ডলারের চুক্তি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩০০ বিলিয়ন ডলারের একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার রিয়াদে ‘সৌদি-যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরাম’-এ এই ঘোষণা দেন। যুবরাজের ভাষায়, সৌদি আরব বর্তমানে ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে কাজ করছে এবং খুব শিগগিরই এই অঙ্ক ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর আশা করছে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান আরও জানান, সৌদি ভিশন ২০৩০-এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হলো যুক্তরাষ্ট্র। তিনি বলেন, যৌথ বিনিয়োগ দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি। সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের বৈশ্বিক বিনিয়োগের ৪০ শতাংশই যুক্তরাষ্ট্রে, যা তাদের গভীর অর্থনৈতিক সম্পর্কের প্রমাণ। যুবরাজের মতে, এই সম্পর্ক কেবল অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের রূপান্তরের প্রশংসা করে বলেন, “এটি রাজা সালমান ও যুবরাজ মোহাম্মদের বলিষ্ঠ নেতৃত্বের ফসল।” তিনি যুবরাজকে ‘অসাধারণ নেতা’ এবং ‘নিজ দেশের শ্রেষ্ঠ প্রতিনিধি’ হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প আরও বলেন, সৌদির অ-তেল খাতের আয় এখন তেল খাতকেও ছাড়িয়ে গেছে, যা দেশটির বৈচিত্র্যময় অর্থনীতির ইঙ্গিত।

ট্রাম্প বাইডেন প্রশাসনের হুথিদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন এবং একে মারাত্মক ভুল হিসেবে উল্লেখ করেন। তিনি ইরানকে আঞ্চলিক অস্থিরতার কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করে বলেন, “ইরান সিরিয়া, লেবানন, গাজা, ইরাক ও ইয়েমেনে অভাবনীয় দুর্ভোগ সৃষ্টি করেছে।” এছাড়া লেবাননকে ‘হিজবুল্লাহ ও ইরানের শিকার’ বলে উল্লেখ করে সহায়তার ইচ্ছা প্রকাশ করেন।

মঙ্গলবার দুই দেশের মধ্যে একটি কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে জ্বালানি, খনিজ, প্রতিরক্ষা, মহাকাশ, স্বাস্থ্য ও বিচার খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষা খাতে চুক্তির আওতায় সৌদি সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ এবং সৌদি মহাকাশ সংস্থা ও নাসার মধ্যে সহযোগিতার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

ট্রাম্পের সৌদি সফরকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করা হয়েছে। বিমানবন্দরে তাকে রাজকীয়ভাবে স্বাগত জানান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি এয়ার ফোর্সের এফ-১৫ যুদ্ধবিমান আকাশপথে ট্রাম্পের ‘এয়ার ফোর্স ওয়ান’কে সম্মানসূচক অভ্যর্থনা জানায়। রাজপ্রাসাদে মধ্যাহ্নভোজ ও নৈশভোজের পাশাপাশি ট্রাম্প সৌদি-যুক্তরাষ্ট্র বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন।

এই সফরের পরবর্তী পর্যায়ে ট্রাম্প কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। এছাড়া তুরস্কে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করার সম্ভাবনাও রয়েছে।

এইভাবেই সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের ভিত্তি আরও দৃঢ় হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডি সিলভাকে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার

ইরানে চূড়ান্ত হামলা করতে চান ট্রাম্প, আসছে রণতরী

সেঞ্চুরি করেও শীর্ষস্থান হারালেন কোহলি

হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু

জাতীয় পে স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জয় ও পলকের বিচার শুরু

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

বাংলাদেশ দলকে ক্রিকেট থেকে নিষিদ্ধের আবেদন

পছন্দের প্রতীক পেলেন তাসনিম জারা

ইতিহাস গড়ার ম্যাচে পিএসজির হতাশার হার

১০

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১১

চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু করছে ওপেনএআই

১২

বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি দিল পাকিস্তান

১৩

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

১৪

ঘুষ নিয়ে সরকারি কর্মকর্তার সঙ্গে মারামারি

১৫

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রংপুরের ৮ প্রার্থী

১৬

৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

১৭

ঠাকুরগাঁও টাংগন নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৮

নীলফামারীতে ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ২৭ প্রার্থী 

১৯

বড় ব্যবধানে মোনাকোকে হারিয়ে জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ

২০