ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি বলেছেন, পাকিস্তানের প্রতিটি আগ্রাসী পদক্ষেপের জবাবে ভারতের প্রতিক্রিয়া আরও কঠোর হওয়া উচিত। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা ও যুদ্ধবিরতির ঘটনার পর এই বক্তব্য দেন মোদি।
রবিবার (১১ মে) এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন— “ওহা সে গোলি চলেগি, ইহা সে গোলা চলেগা”, অর্থাৎ “ওদিক থেকে যদি গুলি ছোড়া হয়, তবে এদিক থেকে গোলা ছোড়া হবে।”
সূত্রমতে, মোদির এই নির্দেশকে একটি ‘গেম-চেঞ্জিং’ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে পাকিস্তানের বিমানঘাঁটিতে ভারতের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে।
এর আগে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান চালিয়ে পাকিস্তানের কয়েকটি স্থাপনায় আক্রমণ চালায়। এই হামলায় ভারতীয় যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণযোগ্য অস্ত্র ব্যবহার করা হয়।
পাল্টা জবাবে ইসলামাবাদ ‘বুনইয়ানুম মারসুস’ নামে একটি সামরিক অভিযান চালায় ভারতের বিরুদ্ধে। উভয় দেশই বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার দাবি করলেও কিছু হামলায় ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেছে।
এই প্রেক্ষাপটে, যুদ্ধের স্থায়ী সমাধানের পথ খোঁজার লক্ষ্যে সোমবার (১২ মে) ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানায়, রবিবার ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর উদ্দেশে একটি ‘হটলাইন’ বার্তা পাঠায়। সোমবার বেলা ১২টার দিকে দুই দেশের সামরিক বাহিনীর ‘ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স’ (ডিজিএমও) পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন