জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বে এই পরীক্ষা ২৪ মে হওয়া কথা ছিল। নতুন সূচি অনুযায়ী তা হবে আগামী ৩১ মে।
শুক্রবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ৩১ মে (শনিবার) বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নিয়মাবলী ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
এ ছাড়া এতে সংশ্লিষ্ট সবাইকে পরিবর্তিত তারিখ অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
মন্তব্য করুন