হোয়াটসঅ্যাপ এখন শুধু তাৎক্ষণিক বার্তা বিনিময়ের মাধ্যম নয়, বরং ছবি, অডিও, ভিডিও আদান-প্রদান এবং ভয়েস ও ভিডিও কলের জন্যও বহুল ব্যবহৃত একটি অ্যাপ। ব্যক্তিগত ও পেশাগত প্রয়োজনে অনেক সময় একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের দরকার পড়ে। তবে শুধু এই কারণে দুটি ফোন ব্যবহার করাটা যেমন ঝামেলার, তেমনি খরচসাপেক্ষও।
সৌভাগ্যবশত, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে এখন এক ফোনেই একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা সম্ভব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি একই অ্যাপে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন।
প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটি চালু করুন। এরপর উপরের ডান কোণায় প্রোফাইল ছবির নিচে থাকা মেনু আইকনে চাপ দিন। সেখান থেকে Settings এ যান। এরপর স্ক্রলে নিচে গিয়ে Add account নামের একটি অপশন দেখতে পাবেন।
Add account এ ক্লিক করলে নতুন একটি নম্বর ব্যবহার করে দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেটআপ করার সুযোগ পাবেন। রেজিস্ট্রেশনের সাধারণ প্রক্রিয়া শেষ করলে দ্বিতীয় অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে।
এইভাবে, আপনি এখন একটি ফোনেই দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, এবং সহজেই একটির থেকে আরেকটিতে স্যুইচ করতে পারবেন—যেমনটা ইনস্টাগ্রাম বা ফেসবুক অ্যাকাউন্টে করা যায়।
মন্তব্য করুন