ইসরাইলে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটির বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেমগামী রুট-১ মহাসড়কে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রতিবেশী দেশ গ্রীস, ক্রোয়েশিয়া, ইতালি, সাইপ্রাস এবং বুলগেরিয়াসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কোনো সহায়তা পৌঁছায়নি।
এই বিষয়ে একটি প্রতিবেদনে তথ্য দিয়েছে ‘দ্য জেরুজালেম পোস্ট’।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর দাবানল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা পেতে ইউরোপীয় দেশগুলোর প্রতি গুরুত্ব দিয়ে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। ইতোমধ্যে তিনি যুক্তরাজ্য, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, সুইডেন, আর্জেন্টিনা, স্পেন, উত্তর ম্যাসেডোনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্রোয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ইভান আনুশিচের নির্দেশে ক্রোয়েশিয়ান বিমান বাহিনীর একটি কানাডায়ার CL-415 বিমান এবং ১১ জন সামরিক সদস্য আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য ইসরাইলে পাঠানো হবে।
সাইপ্রাস থেকেই প্রথমে সহায়তা পৌঁছানোর আশা করা হচ্ছে। ইতালি ও ক্রোয়েশিয়া থেকেও তিনটি কানাডায়ার বিমান আসার কথা রয়েছে। স্পেন, ফ্রান্স ও ইউক্রেনও তাদের বিমান পাঠিয়ে সহায়তা করার ঘোষণা দিয়েছে।
দাবানলের ভয়াবহতা বিবেচনায় নিয়ে জেরুজালেমের হাইওয়ে ১-এ যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এবং সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যে ১১৯ জন দমকলকর্মী, ১০টি ফায়ার ফাইটিং বিমান এবং একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। আগুন পর্যবেক্ষণ ও সহায়তায় ইসরাইলি বিমান বাহিনী এবং উদ্ধার ইউনিট ৬৬৯ প্রস্তুত রয়েছে। ভারী ধোঁয়ায় আটকে পড়া যানবাহন থেকে নয়জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে তিনটি ব্যক্তিগত গাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, যা নিয়ন্ত্রণ কাজকে আরও কঠিন করে তুলেছে।
মন্তব্য করুন