এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ এখন এশিয়ার নবম বৃহত্তম অর্থনীতির দেশ। দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার দাঁড়িয়েছে ৪৫০.৫ বিলিয়ন ডলার (প্রায় ৪৫ হাজার ৫০০ কোটি ডলার)।
এডিবির “২০২৫ বেসিক স্ট্যাটিস্টিকস” শীর্ষক প্রতিবেদনে এশিয়ার ৪৬টি দেশের অর্থনৈতিক সূচকের তুলনামূলক বিশ্লেষণ প্রকাশ করা হয়েছে। তালিকায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের পর দ্বিতীয় এবং সমগ্র এশিয়ায় নবম অবস্থানে রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের চেয়ে বড় অর্থনীতির এশীয় দেশগুলো হলো— চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ান (চীন), থাইল্যান্ড, ভিয়েতনাম ও ফিলিপাইন। উল্লেখ্য, এডিবির এই জরিপে জাপান অন্তর্ভুক্ত না হলেও বৈশ্বিকভাবে তা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি।
বাংলাদেশের এই অর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন ও রপ্তানি খাতের সম্প্রসারণের ফলাফল হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশটি এরই মধ্যে নিম্ন-মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের পথে এগিয়ে চলেছে।
মন্তব্য করুন