RCTV Logo স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

আর্সেনালের বিপক্ষে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের সূচনা পিএসজির

ছবিঃ সংগৃহীত

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেল। মঙ্গলবার সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে ১-০ গোলে জয় পেয়েছে লুইস এনরিকের দল। এবার ফ্রান্সের রাজধানী প্যারিসে দ্বিতীয় লেগে বাড়তি সুবিধা নিয়ে খেলবে তারা।

ম্যাচের চতুর্থ মিনিটেই পিএসজির এগিয়ে যাওয়ার গোলটি আসে উসমান দেম্বেলের পায়ে। বাম পার্শ্ব থেকে কভিচা কভারাতস্খেলিয়ার দেওয়া ক্রস ঠিকঠাক গুছিয়ে নেন দেম্বেলে, যিনি নিপুণভাবে বলটি জালে জড়ান। এটি তাঁর এই মৌসুমে ৮তম গোল এবং গোল বা অ্যাসিস্ট মিলিয়ে ১১তম অবদান। এভাবে পিএসজির সাবেক তারকা কিলিয়ান এমবাপ্পের রেকর্ডও ছুঁয়ে ফেলেন তিনি।

২০০৯ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলছে আর্সেনাল। হেরে গেলেও ম্যাচের শেষাংশে তারা চাপ বাড়িয়েছিল। দ্বিতীয়ার্ধে মিকেল মেরিনোর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা কয়েকটি অসাধারণ সেভ করে দলকে জয় এনে দেন।

পিএসজি আরও গোলের সুযোগ পেয়েছিল, কিন্তু ব্র্যাডলি বার্কোলা ও গনসালো রামোসের মতো খেলোয়াড়রা তা কাজে লাগাতে পারেননি।

পরের লেগে পিএসজি যদি এই ফল ধরে রাখতে পারে, তাহলে ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ বা রিয়াল মাদ্রিদের মধ্যে যেকোনো একটি দল।

ম্যাচের পর পিএসজির মিডফিল্ডার ভিতিনহা বলেন, দলের জন্য এটি ছিল এক অসাধারণ রাত। খেলার বেশিরভাগ সময়ই নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল। বিভিন্ন মুহূর্তে আমরা নিজেদের মানিয়ে নিয়েছি, ডিফেন্স ও অ্যাটাক—দুই দিকেই ভালো পারফরম্যান্স দেখিয়েছি।”

অন্যদিকে, আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া হারের পরেও আশাবাদী। তাঁর মতে, “আমরা ম্যাচের ২৫তম মিনিট থেকে দেখিয়েছি যে কোনো দলের বিরুদ্ধেই জেতার সামর্থ্য আমাদের আছে। এই মৌসুমে ঘরের বাইরেও আমরা জয়ী হয়েছি। আগামী সপ্তাহে প্যারিসে আমরা জেতার জন্যই যাচ্ছি।”

উল্লেখ্য, গত অক্টোবরে গ্রুপ পর্বে আর্সেনাল পিএসজিকে ২-০ গোলে হারিয়েছিল। কিন্তু সেই পরাজয়ের পর থেকে লুইস এনরিকের দল যেন অপরাজেয়। এরপর তারা ম্যানচেস্টার সিটি, লিভারপুল এবং অ্যাস্টন ভিলার মতো শক্তিশালী দলগুলোকেও হারিয়ে দিয়েছে। এবার আর্সেনালকে পার করতে পারলে ফাইনালে পৌঁছানোর স্বপ্ন আরও একধাপ কাছে আসবে পিএসজির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপিল বিভাগের ঐতিহাসিক রায় সরকারি চাকরিজীবীদের জন্য উচ্চতর গ্রেডের পথ উন্মুক্ত

কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি

পাকিস্তান প্রথমে আক্রমণ করবে না কিন্তু পিছু হটবে না ইসাক দার

রংপুরে সাংবাদিককে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি: তদন্ত চলছে

আর্সেনালের বিপক্ষে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের সূচনা পিএসজির

স্বৈরাচারী শাসন আমলে পুলিশকে দলীয় বাহিনীতে রূপান্তর করা হয়েছিল

গ্রীষ্মে ত্বকের যত্নে বরফ: একটি প্রাকৃতিক সমাধান

শুল্ক আলোচনা নিয়ে ট্রাম্পের ফোনালাপের দাবি অস্বীকার চীনের

কাশ্মীরে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী

বিয়ের আগেই তৃতীয় সন্তানের মা হলেন শ্রীলীলা!

১০

গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরাইল

১১

পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক সিন্ধু পানিচুক্তি: অধিকার রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে পাকিস্তান

১২

কেন ‘শিমলা চুক্তি’ বাতিলের হুমকি পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ

১৩

দিনে কখন ঘুমাবেন, কখন নয়

১৪

ইসরায়েলের গোয়েন্দা প্রধান রোনেন বার পদত্যাগ করছেন

১৫

তারেক রহমানের খালাতো ভাই আদালতে আত্মসমর্পণ করলেন

১৬

৩৬ এলজিইডি অফিসে দুদকের একযোগে অভিযান: প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগ তদন্ত

১৭

পাকিস্তান বলছে, পানির ন্যায্য হিস্যা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে

১৮

মেয়েদের বিচ্ছেদ যেন চায়ের সঙ্গে চানাচুর  রাতাশ্রী দত্তের মর্মস্পর্শী স্বীকারোক্তি

১৯

মে মাসেই শেখ হাসিনার বিচার শুরু হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

২০