চট্টগ্রাম বন্দরে ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে জাহাজ পৌঁছেছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে এমভি থাই বিআইএনএইচ০৯ নামের জাহাজটি বন্দরে ভিড়ে।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ইমদাদুল ইসলাম জানান, গত ৩ ফেব্রুয়ারি সরকার-থেকে-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে এই চাল আমদানি করা হয়েছে। এই চুক্তির অধীনে মোট ১ লাখ মেট্রিক টন চাল আমদানির লক্ষ্য ছিল, যা ইতোমধ্যে পূরণ হয়েছে।
তিনি আরও জানান, জাহাজ থেকে চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কাজ শুরু হয়েছে। দ্রুততার সঙ্গে এই চাল বাজারজাত করা হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাজারে চালের সরবরাহ বাড়াতে এবং মূল্য স্থিতিশীল রাখতে সরকার গত কয়েক মাসে বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করছে। ভিয়েতনাম ছাড়াও ভারত, থাইল্যান্ড ও মিয়ানমার থেকে চাল আনা হয়েছে।
এই আমদানির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করা এবং ভবিষ্যতের যে কোনো সংকট মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
মন্তব্য করুন