প্রায় পুরো মৌসুমজুড়ে লিভারপুল ভক্তদের কাছে খলনায়কের ভূমিকায় ছিলেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। চুক্তি নবায়ন না করায়, রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জনে ভক্তরা হতাশ ছিলেন। কিন্তু আজ, ইনজুরি কাটিয়ে ফিরে, তিনিই হয়ে উঠলেন লিভারপুলের হিরো।
লিগ শিরোপা জয়ের লড়াইয়ে লিভারপুলের সামনে এখন মাত্র দুটি জয় বাকি। তবে টটেনহাম, আর্সেনাল ও চেলসির মতো শক্তিশালী দলের মুখোমুখি হতে হবে আগামী ম্যাচগুলোতে। তাই লেস্টার সিটির বিপক্ষে এই জয় ছিল অপরিহার্য।
আর্নল্ড মাঠে নামেন ৭১তম মিনিটে, বদলি হিসেবে। মাত্র ৫ মিনিট পরেই বাঁ পায়ের জোরালো শটে গোল করে বদলে দেন ম্যাচের গতিপথ। সালাহ বা জোটার গোলের চেষ্টায় ব্যর্থ হলেও, আর্নল্ড ঠিকই ঝালিয়ে দেন বলটি নেটে। উল্লাসে শার্ট খুলে হলুদ কার্ড নিলেও, তা ভক্তদের আনন্দে ভাসিয়ে দেয়।
কিং পাওয়ার স্টেডিয়ামে ১-০ গোলে জিতে লিভারপুল এখন শিরোপার খুব কাছাকাছি। পরের ম্যাচে ঘরের মাঠে জিতলেই তারা চ্যাম্পিয়ন হতে পারে। তবে ২৪ তারিখ ক্রিস্টাল প্যালেস যদি আর্সেনালকে হারায়, তাহলে আরও আগেই উদযাপন করতে পারবে আর্নে স্লটের দল।
মন্তব্য করুন