রোববার (২০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে বিএনপি ও জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি পক্ষে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল অংশ নেন।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ। আলোচনায় সংবিধান, নির্বাচন ও বিচার বিভাগ সংস্কারসহ পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে মতবিনিময় হয়।
সালাহউদ্দিন আহমদ জানান, গত বৈঠকের প্রস্তাবনা দলীয় ফোরামে আলোচনা করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এ কমিশন ইতিমধ্যে ৩৯টি দলের মধ্যে ৩৪টির কাছ থেকে মতামত সংগ্রহ করেছে।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এ সংলাপ প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যত নির্বাচনী কাঠামো ও রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা নির্ধারণের চেষ্টা চলছে।
মন্তব্য করুন