গাজায় হামাসের হাতে বন্দি থাকা রুশ নাগরিক আলেকজান্ডার ট্রুফানোভকে মুক্তি দেওয়ার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে বন্দিদের মুক্তির জন্য ভবিষ্যতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
বুধবার (১৬ এপ্রিল) ক্রেমলিনে আলেকজান্ডার ট্রুফানোভ ও তার পরিবারের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকালে পুতিন এই বক্তব্য দেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে পুতিন জানান, ট্রুফানোভের মুক্তি সম্ভব হয়েছে রাশিয়া ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিনের ‘ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের’ কারণে। তিনি বলেন, ‘অবশ্যই, আমরা এই ধরণের মানবিক সফলতা আরও বারবার নিশ্চিত করার চেষ্টা করব, যাতে যারা এখনো বন্দিদশায় আছেন, তারাও যেন স্বাধীনতা ফিরে পান।’
রুশ প্রেসিডেন্ট সরাসরি হামাসের রাজনৈতিক নেতৃত্বকে উদ্দেশ করে বলেন, ‘আমি মনে করি আমাদের আবেদন শুনে এই মানবিক কাজটি করার জন্য হামাসের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।’
তিনি ট্রুফানোভকে উদ্দেশ করে আরও বলেন, ‘আপনাকে মুক্তি দেওয়া হয়েছে—আমি আপনাকে এর জন্য অভিনন্দন জানাই।’
এই ঘটনা রাশিয়া-ফিলিস্তিন সম্পর্কের মানবিক দিকটি সামনে আনলেও, এটি আন্তর্জাতিক রাজনীতিতে হামাস ও রাশিয়ার মধ্যকার সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার বিষয়েও নতুন আলোকপাত করেছে।
মন্তব্য করুন