বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সকলকে পূর্ণোদ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
গত মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এলডিসি উত্তরণ বিষয়ক এক সভায় তিনি এ নির্দেশনা দেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, “এলডিসি উত্তরণের সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে। এখন এ বিষয়ে পূর্ণোদ্যমে কাজ এগিয়ে নিতে হবে। প্রস্তুতির পাশাপাশি সতর্ক থাকতে হবে, যাতে কোনো খাত ক্ষতিগ্রস্ত না হয়। একই সঙ্গে উত্তরণের সুবিধাগুলো কীভাবে সর্বোচ্চ পর্যায়ে নেওয়া যায়, তা নিশ্চিত করতে হবে।”
প্রধান উপদেষ্টা এ লক্ষ্যে একটি ডেডিকেটেড মনিটরিং টিম গঠনেরও নির্দেশ দিয়েছেন।
শফিকুল আলম আরও বলেন, “অধ্যাপক ইউনূস বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বলেন। এলডিসি উত্তরণের পর এই প্রক্রিয়া আরও গতিশীল হবে।”
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী জানান, পোশাক শিল্পসহ রপ্তানিখাত যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “শ্রম খাতের সংস্কার হলে বিদেশি ক্রেতাদের শর্ত পূরণে দ্রুত উন্নতি সম্ভব।”
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন