চতুর্থ উইকেটটাও হয়ত পেতে পারতেন রিশাদ হোসেন। সিকান্দার রাজা ক্যাচটা ধরেছিলেন ঠিকঠাকই। কিন্তু ভারসাম্য রাখতে পারলেন না। চলে যেতে হলো বাউন্ডারি লাইনের বাইরে। পিএসএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারটা হতে হতে হলো না রিশাদের।
কিন্তু তাতে তো বাকি কীর্তি চাপা থাকছে না। স্পেলের প্রথম দুই ওভারেই যে করাচি কিংসের মিডল অর্ডার পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন বাংলাদেশি এই লেগি। শান মাসুদ তারই বলে ক্যাচ দেন উইকেটের পেছনে স্যাম বিলিংসের হাতে। ইরফান খান বিগশট খেলতে গিয়ে ক্যাচ দেন ড্যারিল মিচেলের হাতে। আর আব্বাস আফ্রিদির উইকেটে ক্যাচ নেন জামান খান।
লাহোর কালান্দার্সের হয়ে এদিন রিশাদের বোলিং ফিগার ৪-০-২৬-৩। এদিন দারুণ বোলিংয়ের সুবাদে ‘সুপারপাওয়ার অব দ্য ডে’ পুরস্কারটাও নিজের করে নিয়েছেন রিশাদ হোসেন। পাকিস্তানি অর্থমূল্যে তিন লাখ রুপির চেক দেয়া হয় বাংলাদেশের স্পিনারকে। বাংলাদেশের আজকের দিনের অর্থমূল্যে যা প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার সমান।
মন্তব্য করুন