ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন আগামী মে মাসের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য কমিশন গঠন করবে। এছাড়া ওই মাসেই ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। এ বিষয়ে ছাত্র সংগঠনগুলোর সাথে বৈঠক করে তাদের মতামত নেওয়া হয়। বর্তমানে সংশোধনী প্রস্তাবনা ডিন কমিটি ও সিন্ডিকেট কমিটি যাচাই-বাছাই করছে।
এদিকে, ডাকসু নির্বাচন নিয়ে গঠিত পরামর্শক কমিটি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, মে মাসের শুরুতে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর মাসের মাঝামাঝিতে ভোটার তালিকা প্রণয়ন করা হবে। ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর নির্বাচন কমিশন তফসিল প্রকাশ করবে এবং তখনই ডাকসু নির্বাচনের তারিখ নির্ধারিত হবে।
মন্তব্য করুন