ডাক বিভাগের সেবাকে আরও গতিশীল করতে চালু করা হলো ইলেকট্রিক বাইক (ই-বাইক)। পোস্টম্যানদের জন্য এই পরিবেশবান্ধব বাইক চালুর মাধ্যমে চিঠি ও পার্সেল ডেলিভারির গতি বাড়ানো হবে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা জিপিওতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আনুষ্ঠানিকভাবে এই ই-বাইকের উদ্বোধন করেন।
ডাক বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি-বেসরকারি অংশীদারত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ডাক ও পার্সেল ডেলিভারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ই-বাইক ব্যবহারের ফলে শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত ডাকসেবা পৌঁছানোর সময় কমবে, পাশাপাশি পোস্টম্যানদের কাজের চাপও কম হবে।
এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে সারাদেশে পোস্টম্যান ও রানারদের মধ্যে ই-বাইক বিতরণ করা হবে। ডাক বিভাগের এক কর্মকর্তা জানান, “ই-বাইকের মাধ্যমে জ্বালানি খরচ কমানো সম্ভব হবে এবং কার্বন নিঃসরণও হ্রাস পাবে, যা পরিবেশের জন্যও ইতিবাচক।”
মন্তব্য করুন