সিলেটে চলন্ত অবস্থায় ঢাকা অভিমুখী কালনী এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকাল ৭টা ১৫ মিনিটে ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া রেলপথের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
মাইজগাঁও রেল স্টেশনের স্টেশনমাস্টার আবু সাঈদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি মোমিনছড়া এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ইঞ্জিনের পেছন থেকে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়।
পরে সকাল ৯টার দিকে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় ট্রেনের সঙ্গে সংযুক্ত করে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন