মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি পদায়ন বিজ্ঞপ্তিতে মৃত অধ্যাপককে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে।
গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) বিভাগের উপ-সচিব মাহবুব আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রংপুরের পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক আব্দুল মুত্তালিবের নাম প্রকাশ করা হয়। অথচ তিনি ২০২৩ সালের ১৬ ডিসেম্বরই মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে অধ্যাপক মুত্তালিবকে রংপুর কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ওএসডি এবং পরে পীরগাছা কলেজে সংযুক্ত হিসেবে দেখানো হয়েছে। তবে বাস্তবে তিনি মৃত্যুর আগ পর্যন্ত রাজশাহীর বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পীরগাছা সরকারি কলেজের বর্তমান অধ্যক্ষ এসএম আসাদুল ইসলাম বলেন, “অধ্যাপক মুত্তালিব স্যার এক বছর আগেই মারা গেছেন। কিভাবে তার নামে পদায়ন হলো, তা বুঝতে পারছি না। আমার নিজের ক্ষেত্রেও ভুল হয়েছে—আমাকে গাইবান্ধা কলেজ থেকে ফুলছড়ি কলেজে বদলি দেখানো হয়েছে, অথচ আমি ইতিমধ্যেই পীরগাছা কলেজে যোগ দিয়েছি। সম্ভবত তথ্য হালনাগাদ হয়নি।”
বানেশ্বর সরকারি কলেজের উপাধ্যক্ষ খোরশেদ আলম জানান, “২০২৩ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান শেষে স্যার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। তার মৃত্যুর পরও পদায়ন করা হয়েছে শুনে আমরা অবাক।”
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. আমির আলী বলেন, “অধ্যাপক মুত্তালিবের বদলির আবেদনের ভিত্তিতে এই পদায়ন করা হয়েছে। তিনি পীরগাছা কলেজে যাওয়ার জন্য আবেদন করেছিলেন।” তবে তিনি মৃত্যুর বিষয়টি স্বীকার করে বলেন, “সম্ভবত আমাদের রেকর্ডে তথ্য আপডেট হয়নি।”
এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য হালনাগাদ না করার অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির নামে পদায়ন প্রশাসনিক ব্যবস্থাপনায় বড় ধরনের ত্রুটি নির্দেশ করে। সংশ্লিষ্টরা দ্রুত তদন্ত ও সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন