RCTV Logo স্পোর্টস ডেস্ক
১ এপ্রিল ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

পয়েন্ট টেবিলের তলানিতে আইপিএলের চ্যাম্পিয়নরা

ছবিঃ সংগৃহীত

বেশ দাপট নিয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু চলতি আসরের শুরুতে তারা মুদ্রার অপর পিঠ দেখছে। যদিও আইপিএল এখনও শুরুর গণ্ডিতে। এখন পর্যন্ত তিন ম্যাচের দুটিতেই হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফলে কলকাতার বর্তমান অবস্থান ১০ দলের পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হার দিয়ে শুরু। মাঝে রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয়ের পরই আবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হার। অর্থাৎ, গতবারের চ্যাম্পিয়ন কেকেআরের জন্য এবারের আইপিএলের শুরুটা একেবারেই ভালো হয়নি। অধিনায়ক শ্রেয়াস আইয়ার থেকে শুরু করে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে এই আসর শুরুর আগে ছেড়ে দিয়েছিল কলকাতা। কিন্তু তাই বলে যে এবার একেবারেই দুর্বল দল গড়েছে তাও কিন্তু নয়।

মূলত ব্যাটারদের ব্যর্থতায় রানবন্যার আইপিএলে এবার সেভাবে নিজেদের মেলে ধরতে পারছে না কলকাতা। যে ম্যাচে তারা রাজস্থানকে হারিয়েছে সেদিন মূলত তুলনামূলক ছোট লক্ষ্যই পেয়েছিল। রাজস্থান ১৫২ রানের লক্ষ্য দিলে ১৫ বল এবং ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন কেকেআর। এ ছাড়া তারা আসরের উদ্বোধনী ম্যাচ খেলতে নেমেছিল ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। ম্যাচটিতে পিচ পড়তে ভুল করা স্বাগতিকরা আগে ব্যাটিং করে ১৭৪ রান তোলে। কলকাতার সংগ্রহ যে যথেষ্ট ছিল না সেটি বেঙ্গালুরুর বিরাট কোহলিরা ২২ বল ও ৭ উইকেট হাতে রেখে জিতেই প্রমাণ দেন।

নিজেদের শেষ ম্যাচে গতকাল মুম্বাইয়ের বিপক্ষেও আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে কলকাতা। ম্যাচটিতে তারা ১৬.২ ওভারেই মাত্র ১১৬ রানে গুটিয়ে যায়। ছোট লক্ষ্য পেলেও হার্দিক পান্ডিয়ার মুম্বাই রয়েসয়ে খেলেনি। রায়ান রিকেলটনের ৬২ আর সূর্যকুমার যাদবের ২৭ রানের ঝোড়ো ক্যামিওতে ৪৩ বল এবং ৮ উইকেট বাকি থাকতেই জয় নিশ্চিত করে মুম্বাই। এই ম্যাচ অবশ্য আইপিএলের সর্বোচ্চ শিরোপাধারী দলটির চলতি আসরে প্রথম জয়।

কাকতালীয়ভাবে এই মুহূর্তে টেবিলের প্রথম পাঁচে থাকা দলগুলোর মধ্যে মাত্র একটি ফ্র্যাঞ্চাইজিই আইপিএলের শিরোপা জিতেছে। আর চ্যাম্পিয়ন হওয়ার নজির আছে ৬-১০ নম্বর দলের প্রত্যেকেই। তলানিতে থাকা কলকাতার শিরোপা ৩টি, সমান ৫ বার করে জিতেছে মুম্বাই ও চেন্নাই। আর ৮-৯ নম্বর দল হায়দরাবাদ-রাজস্থান একবার করে আইপিএল ট্রফির স্বাদ পেয়েছে।

চলতি আসরে কলকাতা-মুম্বাইসহ ৫টি দল এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে একটি জয় পেয়েছে। তবে নেট রানরেটের হিসাবে শেষ দল হিসেবে ১০ নম্বরে অবস্থান করছে কলকাতা। তাদের রানরেট -১.৪২৮। নবম স্থানে রয়েছে রাজস্থান। সমান ২ পয়েন্ট নিয়ে দলটির রানরেট -১.১১২। চলতি আইপিএলে প্রথম জয়ের ফলে মুম্বাই উঠে এসেছে ষষ্ঠ স্থানে। তিন ম্যাচে দুই পয়েন্ট হলেও রানরেট ০.৩০৯। এরপর রয়েছে চেন্নাই (-০.৭৭১) এবং হায়দরাবাদ (-০.৮৭১)।

বর্তমানে আইপিএলের পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে বেঙ্গালুরু। দুই ম্যাচে তাদের চার পয়েন্ট। রানরেট ২.২৬৬। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিরও দুই ম্যাচে চার পয়েন্ট, রানরেট ১.৩২০। এরপর যথাক্রমে অবস্থান লখনৌ (০.৯৬৩) এবং গুজরাটের (০.৬২৫)। উভয়েরই ২ ম্যাচ খেলে ২ পয়েন্ট। একমাত্র পাঞ্জাব একটি ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিভাবে তৈরি করা হয়! দই ফুলকপি

কুড়িগ্রামে কচাকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

এআই এত কনফিউজড কেন?

লোকসংগীতকে গ্রাম থেকে শহরে এনে সর্বজনীন করে তোলেন আব্বাসউদ্দীন

যখন তখন কফি খাওয়া কি ঠিক

এমবাপে-বেলিংহামের গোলে এল ক্লাসিকোতে রিয়ালের দাপুটে জয়

সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাবি ছাত্রীর মৃত্যু

উত্তরা ইপিজেড এর ৪ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা, বাতাসের গতিবেগ এখন ঘণ্টায় ৮৮ কিমি!

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন সম্পন্ন

১০

আজ ২৭ অক্টোবর, দিনটি কেমন যাবে আপনার?

১১

‎উজানের ঢলে মৎস্য উদ্যোক্তা আবু বকর সিদ্দিকের স্বপ্ন এখন দুঃস্বপ্ন

১২

‎জীবন রক্ষাসহ ৫দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

১৩

প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-আগারগাঁও পথে মেট্রো চলাচল শুরু

১৪

জনপ্রিয় লেখক ও আণবিক বিজ্ঞানী রেজাউর রহমান আর নেই

১৫

​কৃত্রিম সংকটে নন-ইউরিয়া সার, চরম বিপাকে লালমনিরহাটের কৃষকরা

১৬

সালমান হত্যা মামলা, পাওয়া যাচ্ছে না সামিরা-ডনকে

১৭

একজনের নামে সর্বোচ্চ ৭টি সিম নিবন্ধন, ভোটের আগে বাস্তবায়ন

১৮

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পথচারী নিহত

১৯

সাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আভাস

২০