RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৯ মার্চ ২০২৫, ৩:১৪ অপরাহ্ন

ঈদ উদযাপনে নবীজির সুন্নাহ

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর হিজরি সনের দশম মাস তথা শাওয়াল মাসের এক তারিখে ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ শব্দটি আরবি, যার অর্থ আনন্দ। ফিতর শব্দটিও আরবি, যার অর্থ রোজা ভাঙা। তাই ঈদুল ফিতরের অর্থ হলো রোজা শেষ হওয়ার আনন্দ, আল্লাহর নিয়ামত লাভের আনন্দ ও উপবাস ভাঙার আনন্দ।

ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে আনন্দের দিন। এই দিনে একে অপরের ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়। হিংসা-বিদ্বেষ, অহংকার, আত্মশ্লাঘা, রাগ-ক্রোধসহ যাবতীয় কুপ্রবৃত্তি থেকে মুক্ত থাকার এক বিশেষ উপলক্ষ এই ঈদ।

এই মহিমান্বিত দিনে নবীজি (সা.)-এর কিছু সুন্নাহ অনুসরণ করলে ঈদের আনন্দ আরও পূর্ণতা পাবে। আসুন, সেগুলো জানার চেষ্টা করি।

১. পবিত্রতা অর্জন করা

ঈদের নামাজের জন্য মিসওয়াক করা ও গোসল করা সুন্নত। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি (সা.) ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে গোসল করতেন (ইবনে মাজাহ, হাদিস: ১৩১৫)।

২. ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া

ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাওয়া সুন্নত। হযরত আনাস (রা.) বলেন, নবীজি (সা.) ঈদুল ফিতরের দিন সকালে কিছু খেজুর খেতেন। ভিন্ন এক বর্ণনায় এসেছে, তিনি বেজোড় সংখ্যক খেজুর খেতেন (সহিহ বুখারি, হাদিস: ৯৫৩)।

৩. উত্তম পোশাক পরিধান করা

ঈদের দিন পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো পোশাক পরিধান করা সুন্নত। হাদিসে এসেছে, রাসূল (সা.) প্রতিটি ঈদে ডোরাকাটা পোশাক পরিধান করতেন (বায়হাকি, হাদিস: ৬৩৬৩)।

৪. ঈদগাহে যাওয়ার সময় তাকবির বলা

পবিত্র ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার সময় নিম্নস্বরে তাকবির পাঠ করা সুন্নত। ইমাম জুহরি থেকে বর্ণিত, নবীজি (সা.) ঈদুল ফিতরের দিন তাকবির পাঠ করতে করতে ঈদগাহের দিকে গমন করতেন এবং নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত তা অব্যাহত রাখতেন (সিলসিলাতুল আহাদিস আস-সহিহা, হাদিস: ১৭১)।

৫. আসা-যাওয়ার রাস্তা পরিবর্তন করা

ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া এবং ভিন্ন রাস্তা দিয়ে বাড়ি ফেরা সুন্নত। হযরত জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, নবীজি (সা.) ঈদের দিন ঈদগাহে আসা-যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন (সহিহ বুখারি, হাদিস: ৯৮৬)।

৬. হেঁটে ঈদগাহে যাওয়া

অক্ষমতা না থাকলে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণনা করেন, রাসূল (সা.) হেঁটে ঈদগাহে যেতেন এবং হেঁটে ফিরে আসতেন (তিরমিজি, হাদিস: ১২৯৫)।

৭. শুভেচ্ছা বিনিময় করা

ঈদের দিনে একে অপরের সঙ্গে দেখা হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। হাদিসে এসেছে, সাহাবিরা একে অপরকে বলতেন: “তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিংকুম” (আল্লাহ আমাদের এবং তোমাদের আমল কবুল করুন) (ফাতহুল কাদির: ২/৫১৭)।

৮. ঈদের খুতবা শোনা

ঈদের নামাজ শেষে খুতবা মনোযোগ সহকারে শোনা সুন্নত। আবদুল্লাহ বিন সায়েব (রা.) বলেন, নবীজি (সা.)-এর সঙ্গে আমি ঈদের নামাজ আদায় করলাম। এরপর তিনি বলেন, ‘যার ইচ্ছা খুতবা শোনার জন্য বসতে পারে, আর যার ইচ্ছা চলে যেতে পারে’ (ইবনে মাজাহ, হাদিস: ১২৯৩)।

ঈদের দিনের এসব চমৎকার আমল আমাদের ঈদের আনন্দ বাড়িয়ে দেবে এবং হৃদয়ে প্রশান্তি এনে দেবে। আসুন, আমরা সবাই নবীজির সুন্নাহগুলো পালন করে ঈদের আনন্দকে দ্বিগুণ করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি।

লেখক: শিক্ষার্থী, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনায় সন্তুষ্ট নয়, আন্দোলন কঠোর করার ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের

হামাসকে কৃতজ্ঞতা জানালেন পুতিন, কিন্তু কেন?

ছেড়ে যাওয়ার ক্ষণ গুনছেন আনচেলত্তি

গাজায় নতুন করে ইসরাইলি আগ্রাসনে বাস্তুচ্যুত আরও ৫ লাখ ফিলিস্তিনি

শাহরুখপত্নী গৌরীর রেস্তোরাঁয় ‘নকল পনির’? ইউটিউবারের অভিযোগে চাঞ্চল্য

ইতালি সফরে যাচ্ছেন এরদোগান, আলোচনা হবে যেসব বিষয়ে

কীভাবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার শিশুদের খাদ্যে যোগ করবেন, জেনে নিন

হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে ৯০ সেকেন্ডের ভিডিও স্ট্যাটাস

পরমাণু কর্মসূচি ‘সম্পূর্ণভাবে বন্ধের’ আহ্বান, ট্রাম্প প্রশাসনের সমালোচনায় ইরান

বাংলাদেশ-পাকিস্তান সচিব পর্যায়ের বৈঠক শুরু

১০

আল-আকসায় ইহুদি উপাসকের রেকর্ড সংখ্যক প্রবেশ: উত্তেজনা বাড়ছে

১১

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

রিয়াল মাদ্রিদ কামব্যাকের গল্প ভুলিয়ে সেমিতে আর্সেনাল

১৩

গাজায় ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের শর্তগুলো

১৪

রিশাদের বোলিং নৈপুণ্যে পিএসএলে ৯ বছর পর ফিরল এক ঐতিহাসিক কীর্তি

১৫

২০২৮ অলিম্পিকে ক্রিকেটের মঞ্চ পোমোনা ফেয়ারগ্রাউন্ড

১৬

অর্থ পাচারের দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্ট ও স্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড

১৭

ঢাকায় এক হাজার আহত ফিলিস্তিনির বিনামূল্যে চিকিৎসা

১৮

🏛️ হার্ভার্ডকে ‘ক্ষমা চাইতে হবে’, হুমকি ট্রাম্পের — শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রে উত্তেজনা

১৯

হার্টের বন্ধু কাঁচকলা: প্রতিদিন খান, সুস্থ থাকুন

২০