RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৫, ৭:৪০ অপরাহ্ন

ফোনালাপের আগে ট্রাম্পকে এক ঘণ্টা অপেক্ষায় রাখেন পুতিন!

ছবিঃ সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য নির্ধারিত ফোনালাপের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষায় থাকতে হয়েছে। এ ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তবে সবচেয়ে বেশি নজর কাড়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ভিডিও, যেখানে তিনি ফোন কলে দেরি করার বিষয়টি হাস্যকরভাবে উড়িয়ে দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মস্কোয় এক বার্ষিক শিল্পপতিদের সভায় ব্যস্ত ছিলেন পুতিন। মস্কোর স্থানীয় সময় বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত চলা ওই অনুষ্ঠানের মাঝেই তাকে ফোন কলে দেরি হওয়ার কথা মনে করিয়ে দেওয়া হয়।

ভিডিওতে দেখা যায়, এক পর্যায়ে অনুষ্ঠান উপস্থাপক পুতিনকে জানান, ট্রাম্পের সঙ্গে নির্ধারিত ফোন কলে দেরি হচ্ছে। জবাবে পুতিন কেবল মুচকি হাসেন এবং বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার ভঙ্গিতে হাত উঁচিয়ে ইঙ্গিত দেন।

অনেকেই ঘটনাটিকে ট্রাম্পের জন্য ‘অপমানজনক’ বলে উল্লেখ করেছেন। কেউ কেউ মনে করছেন, এটি পুতিনের কৌশলগত বার্তা—ক্ষমতার নিয়ন্ত্রণ কার হাতে তা বোঝানোর জন্য।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ট্রাম্প-পুতিন সম্পর্কের ক্ষমতার ভারসাম্য কোথায়, তা এ ঘটনার মাধ্যমে পরিষ্কার হলো।’

আরেকজন মন্তব্য করেন, ‘এটি ট্রাম্পের জন্য কঠিন পরীক্ষা। তার ব্যক্তিত্ব অনুযায়ী, এমন অপমানের পর তিনি প্রতিক্রিয়া জানাবেনই। কিন্তু যদি কোনো প্রতিক্রিয়া না দেন, তবে বিষয়টি পরিষ্কার—তিনি পুতিনের সামনে নতজানু।’

কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ট্রাম্প কি পুতিনের প্রতি একইরকম আচরণ করবেন? যেমনটা তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে করেছিলেন!

একজন লেখেন, ‘প্রশ্ন হলো, ট্রাম্প কি ওভাল অফিসের সেই আত্মবিশ্বাসী ভঙ্গিতেই থাকবেন, নাকি ক্যামেরার আড়ালে তার শক্তিমান ভাবমূর্তি টিকিয়ে রাখতে পারবেন না?’

তবে এক ব্যবহারকারী দাবি করেছেন, ফোন কলে দেরি হওয়ার যে খবর ছড়িয়েছে, তা ভুল অনুবাদের ফল। তার ভাষায়, ‘পুতিন আসলে মজা করছিলেন, কারণ অনুষ্ঠানের সঞ্চালক বলেছিলেন, সন্ধ্যা ৬টায় ফোন কল হওয়ার কথা। তখন পুতিন হাসতে হাসতে বলেন, ‘তার কথা শুনবেন না, ওসব দেখা তার কাজ।’

শেষ পর্যন্ত কি ফোনালাপ হয়েছে?

দ্য সান জানায়, নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর, বিকাল ৫টার দিকে ক্রেমলিনে পৌঁছান পুতিন। এরপর তিনি ট্রাম্পের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার ফোনালাপে অংশ নেন।

এ সময় ট্রাম্প ইউক্রেনে ৩০ দিনের যুদ্ধবিরতির অনুরোধ জানালেও পুতিন তা প্রত্যাখ্যান করেন। তবে তিনি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা সীমিত রাখার বিষয়ে সম্মতি দেন, বলে ব্লুমবার্গের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ট্রাম্প তাদের এই ফোনালাপকে ‘গ্রেট’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘খুব দৃঢ়’ এবং ‘শক্তিশালী’ অবস্থান নিয়েছেন।

ট্রাম্প ওয়াশিংটন এক্সামিনার কে বলেন, ‘পুতিন খুব দৃঢ় ছিলেন, খুবই শক্তিশালী। যেমনটা তিনি সবসময় থাকেন। এটি একটি খুব ভালো ফোনালাপ ছিল। আমি তাকে খুব ভালোভাবে চিনি। আমি মনে করি, তিনি সত্যিই এই (ইউক্রেন সংঘাত) শেষ করতে চান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা

ফিলিস্তিনে কেন আরবরা সফল হচ্ছে না?

হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাধ্য নেই: হুঁশিয়ারি দিলেন মহাসচিব নাঈম কাসেম

বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজ হাসান সিদ্দিকীর পদত্যাগ

হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইটে দাবি: চীনের ল্যাব থেকেই ছড়ায় কোভিড-১৯

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, প্রাণহানির খবর নেই

সিরিয়ায় অর্ধেকে কমানো হচ্ছে মার্কিন সেনা সংখ্যা

জানাল ক্রেমলিন ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতের মেয়াদ শেষ

যুক্তরাষ্ট্রে থাকা আফগান শরণার্থীদের ৭ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

রোমে দ্বিতীয় দফায় পারমাণবিক আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র

১০

গরমের ৬ সমস্যা দূর করবে সাদা পাথর

১১

সংস্কার, বিচার ও নির্বাচন বাংলাদেশের জন্য সমন্বিত পথ

১২

বিশ্ব লিভার দিবস আজ

১৩

পিপিপির হুঁশিয়ারি: সিন্ধু নদে খাল প্রকল্প বন্ধ না হলে কেন্দ্রীয় জোট ছাড়বে

১৪

আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন বিচারকাজ ত্বরান্বিত

১৫

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৬

আলোচনায় সন্তুষ্ট নয়, আন্দোলন কঠোর করার ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের

১৭

হামাসকে কৃতজ্ঞতা জানালেন পুতিন, কিন্তু কেন?

১৮

ছেড়ে যাওয়ার ক্ষণ গুনছেন আনচেলত্তি

১৯

গাজায় নতুন করে ইসরাইলি আগ্রাসনে বাস্তুচ্যুত আরও ৫ লাখ ফিলিস্তিনি

২০