পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস ট্রেনে সশস্ত্র হামলা চালিয়ে যাত্রীদের জিম্মি করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। দুই দিনের রুদ্ধশ্বাস অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনী সব সন্ত্রাসীকে নির্মূল করলেও বেঁচে ফিরতে পারেননি ২১ নিরীহ যাত্রী।
পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর)-এর পরিচালক জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বুধবার নিশ্চিত করেন,
“জাফর এক্সপ্রেসে সন্ত্রাসী হামলার পর অভিযান চলাকালে কোনো যাত্রী ক্ষতিগ্রস্ত হয়নি।”
তবে তিনি জানান,
“অভিযান শুরুর আগেই সন্ত্রাসীরা ২১ যাত্রীকে হত্যা করে। অভিযানে ৩৩ সন্ত্রাসী নরকে পাঠানো হয়েছে এবং চারজন ফ্রন্টিয়ার কর্পস সদস্য শহিদ হয়েছেন।”
সেনা মুখপাত্র জানান,
সশস্ত্র সন্ত্রাসীরা বিস্ফোরণের মাধ্যমে রেলপথ ক্ষতিগ্রস্ত করে এবং ট্রেন থামিয়ে যাত্রীদের জিম্মি করে। দুর্গম পাহাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্ক কাজ না করায় যোগাযোগ ব্যাহত হয়, যা নিরাপত্তা বাহিনীর অভিযানে চ্যালেঞ্জ তৈরি করে।
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন,
“নিরীহ যাত্রীদের ওপর এমন নৃশংস হামলা অমানবিক ও নিন্দনীয়।”
অন্যদিকে, সেনাবাহিনী দাবি করেছে,
“হামলার পর ভারতীয় এবং বিরোধী গোষ্ঠীগুলো সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ও ভুয়া প্রচারণা ছড়াচ্ছে।”
এই হামলা পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে, যা দেশটির সন্ত্রাসবিরোধী অভিযানের কৌশলে পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে
মন্তব্য করুন