RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

পাকিস্তানে ট্রেনে হামলা: জিম্মি ১৮২, দাবি না মানলে হত্যার হুমকি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান এলাকায় একটি ট্রেনে হামলা চালিয়ে ১৮২ জনকে জিম্মি করেছে বিচ্ছিন্নতাবাদীরা। জিম্মি ব্যক্তিদের মধ্যে সেনাসদস্যরাও রয়েছেন বলে জানিয়েছে তারা। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই অঞ্চল ছেড়ে না গেলে সব জিম্মিকে হত্যা করার হুমকি দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।

সন্ত্রাসী হামলার শিকার ট্রেনটির নাম ‘জাফফার এক্সপ্রেস’। মঙ্গলবার সেটি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশওয়ার শহরে যাচ্ছিল। তখন ট্রেনটিতে হামলা চালানো হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটিতে প্রায় ৪০০ যাত্রী ছিলেন। এখন ট্রেনটি একটি সুড়ঙ্গের ভেতরে আটকে রয়েছে। ট্রেনের চালক গুরুতর আহত হয়েছেন।

ট্রেনটিতে হামলা চালানো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নাম বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। তারা বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতা চায় এবং দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে লড়াই চালিয়ে আসছে। বিএলএর দাবি, সরকার বেলুচিস্তানের গ্যাস ও খনিজ সম্পদ অন্যায্যভাবে ভোগদখল করছে।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ট্রেন আটকে থাকা সুড়ঙ্গের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তাদের গোলাগুলি চলছে। গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিনাও। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে।

বিএলএ জানিয়েছে, তাদের কাছে ট্রেনের ১৮২ জন যাত্রী জিম্মি রয়েছেন। এর মধ্যে সেনাসদস্য এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা ২০ সেনাসদস্যকে হত্যা করেছে এবং ১টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। বিএলএ’র এ তথ্যের সত্যতা পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

এদিকে, সাংবাদিকদের কাছে একটি বিবৃতি ই-মেইল করেছে বিএলএ। সেই বিবৃতিটি বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামেও প্রকাশ করা হয়েছে। এতে তারা জানিয়েছে, “বেসামরিক যাত্রী, বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ এবং বেলুচ নাগরিকদের নিরাপত্তার সঙ্গে মুক্তি দেওয়া হয়েছে এবং চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে, সামরিক হস্তক্ষেপ অব্যাহত থাকলে সব জিম্মিকে হত্যা করা হবে।”

ট্রেনে হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি বলেন, “নিরপরাধ যাত্রীদের ওপর যেসব পশু হামলা চালিয়েছে, তাদের কোনো ছাড় দেবে না সরকার।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

স্বাস্থ্য খাতে অনিয়ম বরদাশত করা হবে না : উপদেষ্টা নুরজাহান

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে যা জানালেন সিইসি

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ

দুঃখই হোক আমার জীবনের শেষ সঙ্গী- সাংবাদিক বিভুরঞ্জন সরকার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তেঁতুলিয়ায় যুবদলের দুই নেতা বহিষ্কার

ধরলা নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

অনুপ্রবেশ করা ৫ নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিএসএফ

১০

তিস্তা সেচ ক্যানেলে গোসলে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু

১১

নীলফামারীতে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

চাঁদাবাজ, লুটপাটমুক্ত দেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই: অধ্যাপক মুজিবুর রহমান

১৩

কুমিল্লায় প্রাইভেট কারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত বৃদ্ধ বাবা মা ও দুই ছেলে

১৪

টানা ১০ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

১৫

থানা হাজত থেকে যুবকের মরদেহ উদ্ধার, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

১৬

চোর সন্দেহে পিডিবির দুই কর্মীকে পিটুনি, একজনের মৃত্যু

১৭

নদীতে ভেসে এলো নবজাতকের মরদেহ, ময়নাতদন্ত হলো সদর হাসপাতালে

১৮

চুরি হয়ে গেছে ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তাঁর, অন্ধকারে ভাসানী সেতু

১৯

জোড়া শরীরে জন্ম নেয়া জমজ মনি-মুক্তার ১৬তম জন্মদিন আজ

২০