সিরাজগঞ্জের কাজিপুরে আঞ্চলিক মহাসড়কের পাশে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১১ মার্চ) সকালে দুবলাই নামক স্থানে রাস্তার পাশ থেকে মরদেহটি পাওয়া যায়। লাশের হাত, পা ও মুখ টেপ দিয়ে বাঁধা ছিল এবং গলায় মাফলার পেঁচানো অবস্থায় ছিল।
প্রায় ৫৫-৫৭ বছর বয়সী ওই ব্যক্তির পরনে ছিল লুঙ্গি, খয়েরি রঙের টি-শার্ট ও সোয়েটার। কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, লাশটি অন্য কোথাও থেকে এনে নির্জন স্থানে ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ পাঠানো হয়েছে। ব্যক্তির পরিচয় শনাক্ত করতে চেষ্টা চলছে।
মন্তব্য করুন