বলিউডের জনপ্রিয় দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট তাদের প্রথম কন্যা রাহাকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। রাহা বর্তমানে আড়াই বছরে পা দিয়েছে। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের মিষ্টি ছবি শেয়ার করেন আলিয়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয় সন্তানের পরিকল্পনার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন আলিয়া। তিনি জানিয়েছেন, সন্তান জন্মের আগেই নাম ঠিক করে রাখার অভ্যাস রয়েছে তাদের।
আলিয়া জানান, ‘রাহা’ শব্দের অর্থ আনন্দ ও শান্তি, যা তাদের সংসারে নিয়ে এসেছে নতুন আলো। নামটি রণবীরের মা নীতু কাপুর বেছে নিয়েছিলেন।
আলিয়া আরও বলেন,
“বাবা-মা হিসেবে আমরা খুবই উচ্ছ্বসিত ছিলাম। তাই পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে আগেই ছেলে ও মেয়ের নাম ঠিক করে রাখতে বলেছিলাম। আমরা সব বিকল্প নাম ভেবে রেখেছিলাম, তবে একটি বিশেষ নাম আমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল, যা ছেলের জন্য রাখা হয়েছে।”
আলিয়া সাক্ষাৎকারে জানান, ভবিষ্যতে যদি পুত্রসন্তান হয়, তাহলে পূর্বনির্ধারিত সেই নামই রাখা হবে। যদিও সেই নাম এখনো প্রকাশ করেননি তিনি।
✔ বিয়ে: এপ্রিল ২০২২
✔ প্রথম সন্তান: রাহা কাপুর (জন্ম: ৬ নভেম্বর ২০২২)
দম্পতির ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের দ্বিতীয় সন্তানের আগমনের খবরের জন্য
মন্তব্য করুন