এক সময় বলিউডে অন্যতম চর্চিত জুটি ছিলেন কারিনা কাপুর ও শাহিদ কাপুর। তাদের প্রেমের সম্পর্ক এতটাই গভীর ছিল যে, ভক্তরা তো বটেই, পরিবারের লোকজনও মনে করেছিলেন—এ সম্পর্কের পরিণতি নিশ্চিতভাবেই বিয়েতে গড়াবে। বিশেষ করে, শাহিদ-কারিনার একটি চুমুর ভিডিও ভাইরাল হওয়ার পর তাদের সম্পর্ক আরও বেশি প্রকাশ্যে আসে। কিন্তু সেই প্রেম বেশি দিন টেকেনি। আজও অনেকে জানেন না, কেন ভেঙে গিয়েছিল তাদের সম্পর্ক।
অনেকদিন পর্যন্ত বিষয়টি নিয়ে কেউ মুখ খোলেননি। তবে গুঞ্জন ছিল, ‘জব উই মেট’-এর শুটিং চলাকালীনই তাদের ব্রেকআপ হয়। এতদিন বিষয়টি রহস্যে ঢাকা থাকলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা নিজেই জানিয়েছেন, কেন তাদের পথ আলাদা হয়েছিল।
কারিনা বলেন, “শাহিদ খুব ভালো বন্ধু ছিলেন, কিন্তু তার ইগো ছিল প্রবল। সামান্য কথাতেই আমাদের মধ্যে ঝগড়া লেগে যেত। আর ঝগড়া হলেই শাহিদ কথা বলা বন্ধ করে দিত, রাতের পর রাত ফোনও করত না।”
যদিও তিনি এটাও স্বীকার করেছেন যে, সময়ের সঙ্গে সঙ্গে শাহিদ অনেক বদলেছেন। এখন হয়তো আগের মতো ইগো আর নেই।
সাইফ আলি খানের সঙ্গে বিয়ের পর অবশ্য কারিনা শাহিদ প্রসঙ্গে সবসময় চুপ থাকতেই পছন্দ করতেন। কিন্তু এবার সেই নীরবতা ভাঙলেন তিনি, জানালেন তাদের বিচ্ছেদের আসল কারণ। তবু সাবেক প্রেমিকের প্রতি তার শুভকামনা আজও অটুট রয়েছে।
মন্তব্য করুন