অন্তর্বর্তীকালীন সরকারে নতুন উপদেষ্টা নিয়োগ পাচ্ছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। আগামীকাল বুধবার সকাল ১১টায় বঙ্গভবনে নতুন এই উপদেষ্টার শপথ হবে।
আমিনুল ইসলাম বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘আগামীকাল সকাল ১১টায় উপদেষ্টা হিসেবে শপথ নেব।
কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি আমাকে শিক্ষায় দায়িত্ব দেবে। শপথ নেওয়ার দু-এক দিনের মধ্যে মিডিয়ার সঙ্গে বসব। তখন শিক্ষা নিয়ে আমার পরিকল্পনা ও কাজের কথা আপনাদের জানাব।’
বর্তমান উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন বলে জানা যায়।
নতুন একজন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা হবে ২৩ জন।
মন্তব্য করুন