RCTV Logo বিনোদন ডেস্ক
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ৪:২৫ অপরাহ্ন

বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন

ছবি: সংগৃহীত

দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেত্রী।

গতকাল রোববার ঢাকার অদূরে একটি রিসোর্টে মেহজাবীনের গায়েহলুদের আয়োজন করা হয়, যা বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে। এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনান আল রাজীবের আক্দ সম্পন্ন হয়। তবে বিয়ের দেড় সপ্তাহ পর মেহজাবীন নিজেই তার বিয়ের ছবি প্রকাশ করেছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বিয়ের পাঁচটি ছবি শেয়ার করেন মেহজাবীন। পোস্টের ক্যাপশনে তিনি আদনান আল রাজীবকে নিয়ে এক আবেগঘন বার্তা দেন এবং তাদের সম্পর্কের শুরু থেকে বিয়ে পর্যন্ত পথচলার কথা উল্লেখ করেন।

পোস্টে তিনি জানান, ২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। ১৩ বছর পর সেই সম্পর্কটি বিয়েতে পরিণত হলো। তবে বিয়ের ব্যাপারে তারা গোপনীয়তা বজায় রেখেছিলেন, যার ফলে বিয়ের ছবি প্রকাশেও ছিল কড়াকড়ি।

জানা গেছে, ঢাকার বাইরে একটি রিসোর্টে বিয়ের প্রস্তুতি কয়েকদিন ধরেই চলছিল। গতকাল সকাল থেকেই মেহজাবীন ও আদনানের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হন। অনুষ্ঠানে শোবিজের অনেক পরিচিত মুখও ছিলেন, তাদের মধ্যে নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ উল্লেখযোগ্য।

গায়েহলুদ অনুষ্ঠানে অতিথিদের ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি ছিল। বর-কনে কর্তৃপক্ষ আমন্ত্রিত অতিথিদের মোবাইলে ছবি না তোলার জন্য বারবার মাইকে ঘোষণা দেয়। এরপরও অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র ফাঁস হয়ে যায়।

আমন্ত্রিত অতিথিদের মতে, গতকাল সন্ধ্যার দিকে মেহজাবীন ও আদনানের গায়েহলুদ শেষ হয়। আজ সোমবার একই ভেন্যুতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। মেহজাবীন জানিয়েছেন, তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের স্থিরচিত্র প্রকাশ করবেন, এরপর অতিথিরা তাদের ছবি শেয়ার করতে পারবেন।

গায়েহলুদ অনুষ্ঠানে প্রায় আড়াইশ’ অতিথি আমন্ত্রিত ছিলেন। এদিন মেহজাবীন লেহেঙ্গা এবং আদনান পাঞ্জাবি-পায়জামা পরিধান করেন।

এদিকে, গত বছরই সিনেমায় অভিষেক ঘটে মেহজাবীন চৌধুরীর। ২০ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। সিনেমাটির প্রযোজক হলেন তার স্বামী আদনান আল রাজীব। এই সিনেমা নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে।

প্রসঙ্গত, ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে মিডিয়ায় কাজ শুরু করেন মেহজাবীন। তিনি নাটকের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিতি পান। বর্তমানে তিনি সিনেমা ও ওটিটি কনটেন্টের কাজেই বেশি সময় দিচ্ছেন, নাটকে তার উপস্থিতি কমে গেছে।

সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। এছাড়া, তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ মুক্তির অপেক্ষায় রয়েছে, যা ইতোমধ্যেই আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিং নিয়ে যে বার্তা দিল পিডিবি

আমি কোনো দলের নই, কখনো রাজনীতি করিনি : ঢাবি উপাচার্য

কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল

থমথমে ঢাবি ক্যাম্পাস, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

এখনও শ্রমজীবী মানুষের সাথে ধনী শ্রেণীর বৈষম্য করছে সরকার: মোশরেফা মিশু

লালমনিরহাটের গাছ কাটতে গিয়ে রিকশাচালকের মৃত্যু

রাজশাহীতে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

জামিন পেলেন সাবেক ডিসি সুলতানা পারভীন

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

১০

বিষ মিশিয়ে খাবারে হত্যার অভিযোগে কবর থেকে লাশ উত্তোলন ৮ মাস পর

১১

এশিয়া কাপের লড়াই শুরু আজ

১২

ডাকসুর মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠে গেলো বাংলাদেশ: ফারুকী

১৩

নেপালজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, আজও রাস্তায় তরুণরা

১৪

৩৮তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে

১৫

ইসরাইলে ‘ব্যাপক’ ড্রোন হামলা চালাল ইয়েমেন

১৬

হামাসকে ‘শেষ বারের মতো’ সতর্ক করলেন ট্রাম্প

১৭

গাজায় না খেতে পেয়ে আরও ৫ ফিলিস্তিনির মৃত্যু

১৮

কারিগরি শিক্ষার্থীদের গালাগালির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

১৯

লাইসেন্স করা অস্ত্র নিয়েও ঢাবি ক্যাম্পাসে প্রবেশ নিষেধ

২০