বলিউড অভিনেতা সাইফ আলি খান আবারও হাসপাতালে! গত ১৫ জানুয়ারি গভীর রাতে নিজ বাড়িতে দুষ্কৃতকারীর হামলার শিকার হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেসময় ছয়বার ছুরিকাঘাত সহ্য করেছিলেন এবং শিরদাঁড়ার কাছে ভাঙা ধাতব ফলা বিঁধে গিয়েছিল, যা সেরিব্রো-স্পাইনাল তরল বের করে দেয়। তবে সফল অস্ত্রোপচারের পর মাত্র পাঁচ দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে বাসায় ফেরেন।
এই দ্রুত আরোগ্য নিয়ে তখন থেকেই বলিপাড়ায় নানা জল্পনা-কল্পনা চলছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন— এত গুরুতর আঘাত পেয়েও সাইফ কীভাবে এত দ্রুত সুস্থ হয়ে গেলেন? কেউ কেউ তো পুরো ঘটনাকে সাজানো নাটক বলেও দাবি করেছিলেন। তবে সেই বিতর্ক শেষ না হতেই ফের ৯ ফেব্রুয়ারি, রোববার তাকে লীলাবতী হাসপাতালে দেখা গেছে।
রোববার সাইফকে দেখা যায় সাদা টি-শার্ট, ডেনিম প্যান্ট, চোখে রোদ চশমা, আর চুলে পরিপাটি সেটিং করে কঠোর নিরাপত্তার মধ্যে হাসপাতালে প্রবেশ করতে। তবে এবার তিনি প্রথমবারের মতো সাংবাদিকদের কোনো অভিবাদন জানাননি, বরং সরাসরি হাসপাতালের ভেতরে চলে যান।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এটি কেবল একটি রুটিন চেকআপ। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে মাঝেমধ্যে চেকআপ করাতে বলেছিলেন, সে অনুযায়ীই তিনি হাসপাতালে গিয়েছিলেন। চেকআপ শেষে চিকিৎসকরা তাকে আপাতত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সাইফকে নেটফ্লিক্সের একটি অনুষ্ঠানে দেখা গেছে, যা প্রমাণ করে যে তিনি শারীরিকভাবে বেশ ভালো আছেন। তবে তার হাসপাতালে যাওয়া নতুন করে বলিপাড়ায় গুঞ্জন সৃষ্টি করেছে।
মন্তব্য করুন