আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে ১ মার্চ থেকে রমজান শুরু হতে পারে। সৌদি জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ বছর রমজান ২৯ দিনের হবে এবং ৩০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে সৌদি সুপ্রিম কোর্ট এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এ বছরের রমজান মাসের শুরুতেই শীত মৌসুম শেষ হবে এবং বসন্ত শুরু হবে। ফলে রোজার দিনগুলো তুলনামূলকভাবে ঠান্ডা থাকবে। মধ্যপ্রাচ্যের দেশগুলো—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিসর ও কাতারে মুসলমানদের প্রতিদিন প্রায় ১৩ ঘণ্টা রোজা রাখতে হবে।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রমজান শুরু হয়। সে হিসেবে, বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে ২ মার্চ (রোববার)। ইসলামি ফাউন্ডেশন ইতোমধ্যে ২ মার্চ রমজান শুরুর সময় ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে।
মন্তব্য করুন