জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এবার ১,৮১৪টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২,৬২,৪৫০টি, যা প্রতি আসনের জন্য ১৪৫ জন পরীক্ষার্থীর প্রতিদ্বন্দ্বিতা নির্দেশ করে।
ভর্তি পরীক্ষার কারণে ঢাকা-সাভার মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দিয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী জানান—
“এবার ভর্তি পরীক্ষায় ২ লাখ ৬২ হাজার ৪৫০টি আবেদন জমা পড়েছে। তবে মাত্র ১,৮১৪ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে ভর্তির সুযোগ পাবেন।”
মন্তব্য করুন