গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, শনিবার থেকে গাজীপুরসহ সারা দেশে এই বিশেষ অভিযান শুরু হবে। সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনাই এই অভিযানের প্রধান লক্ষ্য।
এ বিষয়ে রোববার আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী এই অভিযানের প্রতি সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন— “অপারেশন ডেভিল হান্ট সফল হোক।”
প্রসঙ্গত, শুক্রবার রাতে গাজীপুরে একদল সন্ত্রাসীর হামলায় কয়েকজন গুরুতর আহত হন। এই ঘটনার পরই সরকার জরুরি ভিত্তিতে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয়।
মন্তব্য করুন