বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেছে চিটাগং কিংস। পাওয়ার প্লে’র ৬ ওভারে বিনা উইকেটে ৫৭ রান সংগ্রহ করেছে দলটি।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তবে শুরু থেকেই তার বোলারদের চাপে ফেলেছেন চিটাগংয়ের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও খাজা নাফে।
৬ ওভার শেষে—
🔹 পারভেজ হোসেন ইমন: ৪ চার ও ২ ছক্কায় ৩২ রান (অপরাজিত)
🔹 খাজা নাফে: ৪টি চারে ২২ রান (অপরাজিত)
মন্তব্য করুন