অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন। তার এ পরিদর্শনকালে দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি দলও উপস্থিত থাকবে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
সভায় উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টার ‘আয়নাঘর’ পরিদর্শন গুমের শিকার ব্যক্তিদের আশ্বস্ত করবে ও অভয় দেবে। একইসঙ্গে এ পরিদর্শন আন্তর্জাতিক মহলের নজর কাড়বে বলেও আশা করা হচ্ছে।
সভায় আরও আলোচনা হয়েছে—
প্রেস উইং জানিয়েছে, সরকার রমজানে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
মন্তব্য করুন