বলিউডের বিখ্যাত অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন কিছুদিন আগেই ৫১ বছরে পা রেখেছেন। বয়স বাড়লেও তার সৌন্দর্য এখনো মুগ্ধ করে অনুরাগীদের। যদিও কিছু সমালোচক তাকে বয়সজনিত পরিবর্তন নিয়ে কটাক্ষ করেছেন, তবে তার লাবণ্য ও আকর্ষণীয় ব্যক্তিত্ব এখনো অস্বীকার করা যায় না।
সাম্প্রতিক সময়ে সিনেমায় তার উপস্থিতি কমে গেছে। তিনি এখন মূলত মেয়ে আরাধ্যার দায়িত্ব সামলাতেই বেশি মনোযোগী। তবে বিভিন্ন আন্তর্জাতিক আসরে তার গ্ল্যামারাস উপস্থিতি চোখে পড়ে ঠিকই।
গত বছর থেকেই বচ্চন পরিবারে ভেতরের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষ করে, ঐশ্বরিয়া ও অভিষেকের দাম্পত্য কলহ ও বিচ্ছেদের গুঞ্জন বেশ চর্চায় ছিল। তবে ২০২৪ শেষ হওয়ার আগেই তারা একসঙ্গে থেকে সেই জল্পনাকে মিথ্যা প্রমাণ করেছেন।
তবে সম্প্রতি অমিতাভ বচ্চনের একটি মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
বর্তমানে জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৬’-এর সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছেন অমিতাভ বচ্চন। এক পর্বে এক কিশোরী প্রতিযোগী অমিতাভের কাছে ঐশ্বরিয়ার সৌন্দর্যের রহস্য জানতে চায়। সে প্রশ্ন করে—
“ঐশ্বরিয়া রাই তো খুব সুন্দরী, তাই না! আপনি তো তার সঙ্গে থাকেন। তার কাছ থেকে সৌন্দর্যের কোনো টিপস দিতে পারবেন?”
এ প্রশ্নের জবাবে অমিতাভ বলেন—
“আমরা জানি তিনি সুন্দরী। কিন্তু বাইরের সৌন্দর্য তো দু’দিনের। আজ আছে, কাল নেই। তবে মনের সৌন্দর্য চিরদিন থেকে যায়।”
অমিতাভের এই মন্তব্য শোনার পর থেকেই ভক্তদের মধ্যে নতুন প্রশ্ন তৈরি হয়েছে—
এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বলিউডপ্রেমীদের মনে। যদিও বচ্চন পরিবার থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে এই মন্তব্য ঘিরে আলোচনা যেন থামছেই না!
মন্তব্য করুন