বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, রমজান মাসে লোডশেডিং মুক্ত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে, তবে গ্রীষ্মে ৭০০ থেকে ১৪০০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে।
বুধবার বিদ্যুৎ ভবনে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, চাহিদা-জোগানের ভারসাম্য ঠিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “অনেক চাপ থাকলেও এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।” তবে নতুন শিল্পে গ্যাসের দাম বাড়বে, বিদ্যমান শিল্পের ক্ষেত্রে আগের দামই বহাল থাকবে।
মন্তব্য করুন