যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি বিমানে করে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের মতে, সামরিক পরিবহনের মাধ্যমে অভিবাসী ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত সবচেয়ে দূরবর্তী গন্তব্য।
সোমবার (৩ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা। রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য সামরিক বাহিনীর সহায়তা নিচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে—
একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানিয়েছেন, সামরিক বাহিনীর সি-১৭ বিমানে করে ভারতীয় অভিবাসীদের একটি ফ্লাইট ইতোমধ্যে রওনা হয়েছে, যা ভারতে পৌঁছাতে ২৪ ঘণ্টা সময় লাগবে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, টেক্সাসের এল পাসো ও ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে আটক ৫,০০০-এর বেশি অভিবাসীকে বহিষ্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে সামরিক বিমানে করে গুয়েতেমালা, পেরু ও হন্ডুরাসে অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে।
সামরিক বিমানে অভিবাসী ফেরত পাঠানোর খরচও বিশাল। রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে গুয়েতেমালায় সামরিক বিমানে অভিবাসী ফেরত পাঠাতে জনপ্রতি ৪,৬৭৫ ডলার ব্যয় হয়েছে। যদিও এই পদ্ধতি ব্যয়বহুল, তবে ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিশ্চিত করতে এটি অব্যাহত রাখছে।
মন্তব্য করুন