গাজীপুর মহানগরী, চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে আনোয়ারা বেগম সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর ও ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিনের ছাওনিযুক্ত আধাপাকা ওই মার্কেটটিতে পাঁচটি দোকান ছিল। এসব দোকানে গ্যাসের চুলা, গ্যাসের চুলার খুচরা মালামাল এবং গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করা হতো। বিকাল সাড়ে ৩টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
মার্কেটের আগুন লাগার ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই অংশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকামুখি সমস্ত গাড়ি জয়দেবপুর সড়ক ব্যবহার করে উড়াল সড়কের মাধ্যমে ঢাকার দিকে চলে যায়।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে, বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
মন্তব্য করুন