নীলফামারী প্রতিনিধি 

নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নে বিএনপির সাবেক নেতাকর্মীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী পথসভায় সাবেক ওয়ার্ড সভাপতিসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যুক্ত হন।
নীলফামারী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফের হাতে ফুলের তোড়া দিয়ে তারা যোগদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে সাবেক ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর বিএনপির কাছ থেকে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ না হওয়ায় এবং গণভোটের পক্ষে স্পষ্ট অবস্থান না থাকায় হতাশ হয়ে তারা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে দেশকে মুক্ত করতে সৎ নেতৃত্বের বিকল্প নেই।
পথসভায় স্থানীয় নেতারা উপস্থিত থেকে আসন্ন নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন