আরসিটিভি ডেস্ক 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের ব্যালট আজ সোমবার (২৬ জানুয়ারি) থেকে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোটের দিন যেসব সরকারি কর্মীরা বিভিন্ন দায়িত্ব পালন করবেন, তারা আগেভাগে এই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে কূটনীতিকদের সাথে বৈঠকের পর নানা দিক তুলে ধরেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একসাথে দেয়া হবে। তাই ফলাফল ঘোষণায় দেরি হবে।
আচরণবিধি ভঙ্গে ইসির দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই– সাংবাদিকদের এমন প্রশ্নে ইসি সচিব জানান, লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলেই প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারছেন। তবে আচরণবিধি ভঙ্গ হলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি অভিযোগ করতে হবে। ইসিতে অভিযোগ করা হলে সময় বেশি লাগতে পারে। আর বিদেশে প্রবাসীরা আচরণবিধি ভঙ্গ করলে সেই দায় ব্যক্তির।
প্রধান নির্বাচন কমিশনার বা সিইসির আদালত অবমাননার বিষয়ে আদালতের কোনো নির্দেশনা ইসি পায়নি বলে জানান সচিব।
এর আগে ইসি জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছতে হবে। এরপর পৌঁছালে সেই ভোট গণনা করা হবে না। অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নামও থাকবে।
দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী নিবন্ধন করেছেন। এদের অর্ধেক রয়েছেন দেশের ভেতরে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন