গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধায় ট্রাকের নিচে চাপা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে গাইবান্ধা–পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের সড়ক ভবনের সামনে দুই মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা যায়, ঘটনাস্থলে রাস্তার পাশে কয়েকটি গম বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এর মধ্যে একটি ট্রাকের নিচে ট্রাকটির হেলপার শুয়ে ঘুমাচ্ছিলেন। এ সময় ট্রাকটি যাত্রা শুরু করলে ট্রাকের নিচে থাকা ব্যক্তির মাথার ওপর দিয়ে চাকা চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে মারা যান।
স্থানীয় প্রত্যক্ষদর্শী রাসেদ জানান, ট্রাকের নিচে চাপা পড়ে নিহত ব্যক্তি একজন ট্রাক হেলপার। দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নম্বর রংপুর-ট ১১-০৪৯৯ বলে তিনি জানান।
নিহত ব্যক্তি মিঠাপুকুর উপজেলার খিয়ারপারা গ্রামের শহিদুল ইসলামের পুত্র রোকনুজ্জামান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
মন্তব্য করুন