লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লালমনিরহাট এবং ঝাউরানী বিওপির টহলদল যৌথ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারত থেকে পাচারকৃত মাদক সীমান্তবর্তী একটি বাড়িতে মজুদ করা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে ২৫ জানুয়ারি বিকেল আনুমানিক ৪টার দিকে হাতিবান্ধা উপজেলার খামারভাতী গ্রামে একটি বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গরুর ঘরে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৯৬৪ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৭২ বোতল ফেন্সিডিল, ৪১ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া একই দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে অনন্তপুর বিওপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভেন্নিরতল এলাকায় টহলকালে চোরাকারবারীদের গতিবিধি টের পেয়ে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় চোরাকারবারীরা সঙ্গে থাকা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মালামাল তল্লাশি করে ৪৭ বোতল ভারতীয় কিং ফিশার মদ এবং ৬ বোতল টুবর্গ বিয়ার জব্দ করা হয়।
১৫ বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে সিরাপজাত মাদকের সিজার মূল্য ৪ লাখ ৩০ হাজার টাকা, ৫ কেজি গাঁজার সিজার মূল্য ১৭ হাজার ৫০০ টাকা এবং ৫৩ বোতল মদ ও বিয়ারের সিজার মূল্য ৭৯ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে মোট সিজার মূল্য দাঁড়ায় ৫ লাখ ২৭ হাজার ৮০০ টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট বাড়ির মালিকসহ জড়িত চোরাকারবারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”
তিনি মাদকবিরোধী অভিযান ও প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।
মন্তব্য করুন