স্পোর্টস ডেস্ক 

রবিবার রাতে লা লিগায় আবার শীর্ষস্থান দখল করল বার্সেলোনা। রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ৩-০ গোলের জয় পায় কাতালান ক্লাবটি। দানি অলমো, রাফিনিয়া এবং লামিনে ইয়ামাল গোল করেন।
একদিন আগে ভিয়ারিয়ালকে হারিয়ে সাময়িকভাবে শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা জয়ের পর এক পয়েন্ট এগিয়ে আবার সবার ওপরে উঠে গেল।
টেবিলের তলানিতে থাকা ওভিয়েদোর বিপক্ষে ম্যাচটি সহজ ছিল না। পুরো মৌসুমে মাত্র দুই ম্যাচ জেতা দলটি শক্ত রক্ষণ গড়ে তোলে। প্রথমার্ধে হানসি ফ্লিকের দল তেমন সুযোগ তৈরি করতে পারেনি।
আংশিকভাবে খোলা ক্যাম্প ন্যুতে প্রথমার্ধে বার্সার পাসিং ছিল অস্বাভাবিকভাবে এলোমেলো। ইনজুরিতে থাকা পেদ্রি গনসালেস গ্যালারিতে বসে ম্যাচ দেখেন। তার মুখে ছিল হতাশার ছাপ। তার অনুপস্থিতিই ভুগিয়েছে কাতালানদের।
ওভিয়েদো পাল্টা আক্রমণে ভরসা রাখে। হাইসেম হাসানের দূরপাল্লার শট ঠেকান বার্সা গোলরক্ষক হোয়ান গার্সিয়া। অন্য প্রান্তে রাফিনিয়ার শট ভালোভাবে সামলান ওভিয়েদোর গোলরক্ষক অ্যারন এসকানডেল।
দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে নামে বার্সেলোনা। চাপ সৃষ্টি করে বল উদ্ধার করেন ইয়ামাল ও রাফিনিয়া। বল গিয়ে পড়ে দানি অলমোর পায়ে। ঠান্ডা মাথায় গোল করেন তিনি।
৫৭ মিনিটে ওভিয়েদোর ভুলে আসে দ্বিতীয় গোল। ডেভিড কস্তাসের দুর্বল ব্যাক পাস ধরে রাফিনিয়া বল তুলে দেন গোলরক্ষকের মাথার ওপর দিয়ে।
তৃতীয় গোলটি ছিল ম্যাচের সেরা মুহূর্ত। অলমোর ক্রস একটু পেছনে চলে গেলেও ইয়ামাল পাশ ফিরে দুর্দান্ত সিজার কিকে বল জালে পাঠান।
ম্যাচের শেষ দিকে হঠাৎ ভারী বৃষ্টি নামে। স্টেডিয়ামে এখনো ছাদ না থাকায় অনেক দর্শক সরে যান। যারা ছিলেন, তারা দেখেন এসকানডেলের দারুণ সেভ। এতে রবার্ট লেভান্ডভস্কির প্রথম আর বার্সার সম্ভাব্য চতুর্থ গোল আটকে যায়।
এই জয়ে আত্মবিশ্বাস বাড়ল বার্সেলোনার। শিরোপার লড়াইয়ে তারা আবার শক্ত বার্তা দিল।
মন্তব্য করুন